Bhabanipur By-Election: ভোট ভেস্তে দিতে বৃষ্টিকেও ডেকেছিল বিজেপি! মুচকি হেসে খোঁচা ফিরহাদের
Bhabanipur By-Election: ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে তাঁর দাবি। যে কারণে তৃণমূল সুপ্রিমোও বড় ব্যবধানে জয়লাভ করবে বলে জানান তিনি।
কলকাতা: বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫৩ শতাংশের কিছু বেশি। কিন্তু উপনির্বাচনে (Bhabanipur By-Election) জয়ের বিষয়ে তৃণমূল (TMC) ও বিজেপি উভয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। প্রথমে বিজেপির তরফে শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তাঁরা জেতার জন্যই লড়েছেন। তাই নন্দীগ্রামের মতো ভবানীপুরেও জয় আসবে বলে বিজেপি মনে করছে। অপরদিকে, এই ভোটে তৃণমূলের প্রচারের অগ্রভাগে থাকা ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্য, ভবানীপুরে খুব ভাল ভোট হয়েছে। ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে তাঁর দাবি। যে কারণে তৃণমূল সুপ্রিমোও বড় ব্যবধানে জয়লাভ করবে বলে জানান তিনি।
বিজেপি দাবি করেছে, এই উপনির্বাচনে প্রচারকে যে উচ্চতায় তৃণমূল নিয়ে গিয়েছিল, সেই তুলনায় মানুষ সাড়া দেননি। বিরোধী দলের এই বক্তব্য অবশ্য উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে, ভবানীপুরে বিজেপির পক্ষ থেকে বারবার যেভাবে রিগিংয়ের অভিযোগ তোলা হয়েছিল, সেটাও খারিজ করেছেন ববি। তাঁর কথায়, “বিজেপি ভেবেছিল এখানে নন্দীগ্রামের মতো কারসাজি করবে। নির্বাচন কমিশনকে কিনে নেবে। বৃষ্টিকেও ডেকেছিল, ভাবছিল ভোট বাতিল হয়ে যাবে। সবকিছু করেও বিজেপি আজ পরাস্ত।”
বিজেপির দাবি, ৭০, ৭১, ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে শেষ ২০ মিনিটে ব্যাপক রিগিং হয়েছে। ফিরহাদের পালটা প্রশ্ন, “সংবাদ মাধ্যমই সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বলুন কোথায় রিগিং হয়েছে? মাইক্রো অবজারভার রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওদের দাবি অনুযায়ী অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এসেছে। তারা কি সবাই তাহলে অন্ধ। তৃণমূল কংগ্রেস কি তাহলে কেন্দ্রীয় বাহিনীকেও পরিচালনা করে? তাহলে তো বিজেপির গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।”
যদিও কত ব্যবধানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করতে পারেন সেই সংক্রান্ত কোনও ভবিষ্যদ্বাণী এ দিন ফিরহাদ করেননি। তাঁকে কেবলই বলতে শোনা যায়, খুব ভাল ব্যবধানে জিতবেন মমতা। শোভনদেব চট্টোপাধ্যায় ২৬ হাজারের ভোটের ব্যবধানে জেতার কথা বললেও জয়ের ব্যবধান আরও বেশি হবে বলেই মনে করেন ফিরহাদ। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি নাকি বৈধ ভোটারকেও অবৈধ ভোটার বলে তৃণমূলের ‘অত্যাচার’ করেছে। তবে বিজেপি যত চেষ্টাই করে নিক, শেষ পর্যন্ত বড় ব্যবধান নিয়ে জয়ের হাসি হাসবেন মমতাই।