BJP on Mamata Banerjee: ‘মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির’, এক্স হ্যান্ডেলে সরব বিজেপি
BJP slams TMC: শুক্রবার মুর্শিদাবাদে জনসভা ছিল মমতার। সেই সভায় মমতার বক্তব্যের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করে একহাত নিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলেও এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সঙ্গে বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 'একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য! লজ্জা হওয়া উচিত।'
কলকাতা: এবার ফের একবার প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। এই নিয়ে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব বিজেপি নেতা অমিত মালব্য। শুক্রবার মুর্শিদাবাদে জনসভা ছিল মমতার। সেই সভায় মমতার বক্তব্যের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করে একহাত নিয়েছেন বিজেপি নেতা। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলেও এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সঙ্গে বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য! লজ্জা হওয়া উচিত।’
একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিন্মরূচির?
জঘন্য! লজ্জা হওয়া উচিত। #ShameOnMamata pic.twitter.com/sZMHq4GYFC
— BJP West Bengal (@BJP4Bengal) April 19, 2024
তৃণমূল নেত্রীর বক্তব্যের ওই অংশটুকু এক্স হ্যান্ডেলে শেয়ার করে অমিত মালব্য লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তব্য রাখার সময় এই পর্যায়ে নামতেই পারেন, কিন্তু তিনি যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই তাঁকে আক্রমণ করা হলে, তিনি যেন তখন ‘ভিক্টিম’ হচ্ছেন না বলেন। সমসাময়িক অন্য কোনও রাজনীতিকের কথাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথার মতো ঘৃণ্য নয়। বাংলার মানুষে অনেক সহ্য করেছে এবং এবার তৃণমূল বড় ধাক্কা খাবে।”
উল্লেখ্য, লোকসভা ভোট পর্বে এর আগেও একাধিক বার তৃণমূল সুপ্রিমোর মন্তব্যকে ইস্যু করে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে এক বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে এর আগে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে নালিশ জানিয়েছিল বিজেপি। তারপর সম্প্রতি আবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেও মমতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এসবের মধ্যে এবার নতুন এক অভিযোগ তুলে সরব বিজেপি শিবির।