West Bengal Assembly: ‘রাজ্যে লক্ষাধিক আক্রান্ত, মৃত শতাধিক, তথ্য লুকোচ্ছেন মুখ্যমন্ত্রী’, ডেঙ্গি ইস্যুতে তপ্ত বিধানসভা, ওয়াক আউট বিজেপির
West Bengal Assembly: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপি। সেই দাবি খারিজ হওয়াতেই বিধানসভার অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিজেপির চরম হই-হট্টগোল। ডেঙ্গি মডেলকে সামনে রেখেই বিধানসভায় বিজেপির ওয়াক আউট। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপি। সেই দাবি খারিজ হওয়াতেই বিধানসভার অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। কেবল জুলাইয়েই ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য দফতর ও পুরসভাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সোমবার বিধানসভা অধিবেশনে বাংলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যে বিজেপি আলোচনা চাইবে, তা পূর্ব নির্ধারিত ছিল। অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি আলোচনা চেয়ে প্রস্তাব জমা দেয় বিজেপি। তা খারিজ হতেই বিধানসভার অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তারপর ওয়াকআউট করেন। বাইরে বেরিয়ে এসে ফটিকের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা।
বিজেপি বিধায়কদের বক্তব্য, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্তই খারাপ। সেক্ষেত্রে তথ্য গোপন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাসা ভাসা কথা বলেছেন, তাতে কোনও বিস্তারিত তথ্য নেই। সেই কারণেই এই পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই রাজ্যের কয়েক লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। শ’খানেক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই তথ্য চেপে যাওয়া হচ্ছে। শুভেন্দুর দাবি, কলকাতা পুরসভার ক্ষেত্রে কসবা, তিলজলাতে গেলেই স্পষ্ট হবে বাংলার ডেঙ্গির কী পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু পঞ্চায়েতের বোর্ড তৈরি করা যায়নি, কিছুটা হলেও কাজ ব্যাহত রয়েছে। যদিও সেই দাবি নস্যাৎ করেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, পঞ্চায়েত বোর্ড গঠনের সঙ্গে ডেঙ্গি প্রতিরোধে পদক্ষেপ করার কোনও সংযোগ নেই।
এদিন বিধানসভায় দেখা যায়, মুখ্যমন্ত্রী যখন তথ্য দিচ্ছিলেন, তখন বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান। ডেঙ্গি নিয়ে বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব এনেছিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা গ্রহণও করেন, পড়তেও দেন। আলোচনা খারিজ করে দেন। বিজেপি বিধায়কদের বক্তব্য, যেভাবে রাজ্যের ডেঙ্গি চোখ রাঙাচ্ছে, সেখানে আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। এক্ষেত্রেও স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তাঁরা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যসচিব কোনও কথা বলছেন না ডেঙ্গি নিয়ে। বিডিও, বিএমওএইচ, সিএমওএইচ-দের কোনও নির্দেশ দিচ্ছেন না। ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত। ওঁদের তো পয়সা আছে, বিদেশে চিকিৎসা করান। প্লেটলেট কমে গেলে ওঁরা বেসরকারি হাসপাতালে চলে যান। কিন্তু সুন্দরবন, পাহাড় আর কুড়মি জনজাতিদের কোনও টাকা নেই। ওঁরা মরছে।” তিনি বলেন, “একশোর বেশি লোক মারা গিয়েছে। ওঁ লুকোচ্ছেন। সবটাই লুকোচ্ছেন। যে ডাক্তার ডেঙ্গি লিখবেন, তাঁর ট্রান্সফার হবে। ভয়ে তাই আর কেউ লেখেন না।”