De.El.Ed কলেজে অফলাইন অ্যাডমিশন বন্ধ, দুর্নীতি রুখতে আরও কড়া পর্ষদ

Calcutta High Court: ১৪ সেপ্টেম্বরে সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৪ অক্টোবরের রাত ১২টা পর্যন্ত। তবে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ফর্মের টাকা জমা দিতে পারবেন আবেদনকারীরা। পরীক্ষা হবে ১৫০ নম্বরের।

De.El.Ed কলেজে অফলাইন অ্যাডমিশন বন্ধ, দুর্নীতি রুখতে আরও কড়া পর্ষদ
পর্ষদ সভাপতি গৌতম পাল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 3:12 PM

কলকাতা: রাজ্যের সব De.El.Ed কলেজে বন্ধ হতে চলেছে অফলাইন অ্যাডমিশন। ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০ র ওপর বেসরকারি De.El.Ed কলেজে কোন অফলাইন অ্যাডমিশন হবে না। এদিন হাইকোর্টে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। একইসঙ্গে মেধাতালিকাও প্রকাশ হবে অনলাইনে। এ কথাও জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিকবার নাম জড়িয়েছে পর্ষদের। পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কী এবার ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের? উঠছে এমনটা প্রশ্ন।

যদিও পর্ষদের কথা কিন্তু সেটাই। এদিন বিচারপতির সামনে দাঁড়িয়েই পর্ষদের আইনজীবী সাফ জানান পর্ষদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে সমস্ত অ্যাডমিশন হবে অনলাইনে। এরপরই বিচপরপতি জানতে চান এই অবস্থায় কী টেট হবে? উত্তরে পর্ষদের আইনজীবী জানান এবার থেকে প্রতি বছর নিয়মানুযায়ী টেট পরীক্ষা হবে। 

এদিকে ইতিমধ্যেই আবার এবারের টেট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে পর্ষদ। আগামী ১০ ডিসেম্বর হবে টিচার এলিজিবিলিটি টেস্ট (TET)। ১৪ সেপ্টেম্বরে সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৪ অক্টোবরের রাত ১২টা পর্যন্ত। তবে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ফর্মের টাকা জমা দিতে পারবেন আবেদনকারীরা। পরীক্ষা হবে ১৫০ নম্বরের। পাশ করতে গেলে অবশ্যই সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের পেতে হবে ৬০ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের পেতে হবে ৫৫ শতাংশ নম্বর।