Kolkata Metro in Durga Puja: ভাঙছে পুরনো রেকর্ড, চতুর্থীর সন্ধ্যায় কেমন ভিড় কলকাতা মেট্রোয়?

Kolkata Metro in Durga Puja: মেট্রো সূত্রে খবর, বুধবার চতুর্থীর দিন বিকাল পাঁচটা পর্যন্ত কলকাতা মেট্রোয় পা পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার মানুষের। তবে তৃতীয়ার দিন ভেঙে গিয়েছিল সমস্ত রেকর্ড। নর্থ-সাউথ মেট্রো ব্যবহার করেছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। দিনভর চলেছিল ২৮৮টি মেট্রো।

Kolkata Metro in Durga Puja: ভাঙছে পুরনো রেকর্ড, চতুর্থীর সন্ধ্যায় কেমন ভিড় কলকাতা মেট্রোয়?
প্রতীকী ছবিImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 9:32 PM

কলকাতা: প্রতি বছরই যেন ভাঙছে পুরনো রেকর্ড। তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। এবারেও ভিড়টা শুরু হয়েছিল মহালয়া থেকে, বাঁধ ভাঙতে থাকে দ্বিতীয়, তৃতীয়ার সন্ধ্যাতেই। চতুর্থীতেও ভিড়ের নিরিখে ফের নয়া রেকর্ড কলকাতা মেট্রোর। প্রসঙ্গত, প্রাক পুজোর ভিড় সামাল দিতে সেপ্টেম্বরের শেষ থেকেই চলেছে স্পেশ্যাল মেট্রো। পুজোর পাঁচদিনও চলবে। কিন্তু, উৎসব প্রিয় বাঙালিকে সামাল দেয় কে! দেবীপক্ষ শুরু হতেই রাস্তায় নেমেছে জনতার ঢল। ট্র্যাফিক জ্যাম এড়িয়ে নিরাপদে প্রতিমা দর্শনে অনেকেই ভরসা করছেন মেট্রোকেই। 

মেট্রো সূত্রে খবর, বুধবার চতুর্থীর দিন বিকাল পাঁচটা পর্যন্ত কলকাতা মেট্রোয় পা পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার মানুষের। তবে তৃতীয়ার দিন ভেঙে গিয়েছিল সমস্ত রেকর্ড। নর্থ-সাউথ মেট্রো ব্যবহার করেছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। দিনভর চলেছিল ২৮৮টি মেট্রো। শেষবার এই রেকর্ড তৈরি হয়েছিল ২০২২ সালের ১ অক্টোবর। সেবার ওই দিন ছিল ষষ্ঠী। ওইদিন মেট্রোতে পা পড়েছিল ৭ লক্ষ ২৪ হাজার ৯০০ মানুষের। 

এবার তৃতীয়ায় সবথেকে বেশি ভিড় দেখতে পাওয়া গিয়েছে দমদমে। মঙ্গলবার শুধুমাত্র দমদম থেকে মেট্রো চড়েছেন ৭৫ হাজারের বেশি। একধাপ পিছনেই রয়েছে এসপ্ল্যানেড। সেখানে মেট্রো ধরেছেন ৫৪ হাজার ৮০০-র বেশি যাত্রী। পরেই রয়েছে রবীন্দ্র সদন। সেখান থেকে মেট্রো ধরেছেন ৪৪ হাজারের বেশি যাত্রী। কালীঘাটে প্রায় ৪৪ হাজার।