গরুপাচার চক্রে যোগ বিএসএফ আধিকারিকদের! বরখাস্ত ৩, বদলি ১৩
পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাঁদের বরখাস্ত করা হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, এ যে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পাওয়ার পরিস্থিতি।
কলকাতা: গরুপাচার কাণ্ডে (Cattel Smuggling) একদিকে যখন একাধিক প্রভাবশালীদের নাম রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, তখনই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৩ জন শীর্ষ অফিসারকে বরখাস্ত করল বিএসএফ (BSF)। সূত্রের খবর, পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাঁদের বরখাস্ত করা হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, এ যে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পাওয়ার পরিস্থিতি।
বিএসএফ সূত্রে খবর, ৩ জন শীর্ষ আধিকারিক বাদেও ১৩ জনকে অন্য রাজ্যে বদলি করা হয়েছে। গরুপাচার চক্রের সঙ্গেও যে বাহিনীর একাংশ যুক্ত রয়েছেন তা অস্বীকার করেননি বিএসএফের পূর্বাঞ্চলীয় সীমান্তের এডিজি পঙ্কজ কুমার। ওই আধিকারিকদের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার প্রমাণ মেলার পরই তাঁদের বরখাস্ত করা হয়েছে।
পঙ্কজ কুমার জানিয়েছেন, এঁদের সঙ্গে সরাসরি পাচারের যোগ থাকার প্রমাণ পেয়েছে বাহিনীর শৃঙ্খলা কমিটি। যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা যাতে আর কখনও সীমান্তে কাজ না করতে পারেন, তাও নিশ্চিত করবে বিএসএফ। একই মামলায় শাস্তির খাঁড়া ঝুলছে বিএসএফের আরও কিছু উচ্চপদস্থ আধিকারিকের উপর। সূত্রের খবর, আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে এলে তাঁর সঙ্গে বৈঠক করবেন বিএসএফের শীর্ষ আধিকারিকরা। শাহ সবুজ সঙ্কেত দিলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পুরোহিতরা ৮ হাজার আর ইমামরা ৬০ হাজার! ভাতা-বৈষম্য নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গরুপাচার ও কলয়াপাচার মামলায় সিবিআইয়ের তৎপরতাও বাড়ছে। এই মামলায় আপাতত বিএসএফ আধিকারিকদের দিকে নজর থাকলেও এর নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে? আপাতত এই প্রশ্নটাই উঠছে।
আরও পড়ুন: সাব ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ, ১ ফেব্রুয়ারি মিলছে না নিয়োগপত্র