আদৌ কি নেপথ্যে বিজেপি? মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে তদন্তে এবার সিআইডি
Mongolkate TMC Leader Murder Case: ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন হোমিসাইড শাখার তদন্তকারীরা।
কলকাতা: মঙ্গলকোটের তৃণমূলনেতা (Mongolkate TMC Leader) খুনের তদন্তভার হাতে নিল সিআইডি। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন হোমিসাইড শাখার তদন্তকারীরা।
গত সোমবার, মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস বিকেলে নিজের মোটরবাইকে করে কাসেমবাজারে যান। সেখান থেকে তিনি সন্ধ্যায় একাই নিজের বাড়ি লাখুড়িয়াতে মোটরবাইকে করে ফিরছিলেন। সেইসময় পেছন থেকে তাঁকে ‘দাদা’ বলে ডাকে দুষ্কৃতীরা। গাড়ি থামিয়ে পেছনে ঘুরতেই অসীমবাবুকে গুলি করা হয়। গুলিটি লাগে তাঁর বুকের বাঁদিকে। তদন্তকারীরা জানিয়েছেন খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। ফলে, প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্য়ু হয় তাঁর।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সুপারি কিলার নিয়োগ করে খুন করা হয়েছে তৃণমূল (TMC) নেতাকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তদন্তকারীরা দেখবেন, এই ঘটনায় আদৌ বিজেপি যোগ রয়েছে নাকি অন্য কোনও সূত্র লুকিয়ে রয়েছে। আগেও, একবার দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন অসীম। আরও পড়ুন: ইডি কর্তা পরিচয় দিয়ে ফোন, প্রতারণার শিকার তৃণমূল সাংসদ শান্তনু সেন