Weather Update: শীতপ্রেমীদের মাথায় হাত! ফেব্রুয়ারির শেষে তাপামাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি
Weather Update: এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৩ শতাংশের আশপাশে।
কলকাতা: বুধ ও বৃহস্পতিবার দুই দিনই বাংলার আকাশে জমেছিল মেঘ। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ ভালই বৃষ্টি হতে দেখা গিয়েছে। বাজ পড়ে মৃত্যুর খবরও এসেছে। কলকাতাতেও (Kolkata) রাতে হয়েছিল বৃষ্টি। কিন্তু, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শীঘ্রই বদলাবে পরিস্থিতি। সেই আভাস দেখা গিয়েছে শুক্রবার সকাল থেকেই। মেঘ কেটে ফের হেসেছে আকাশ। আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ গনেশ কুমার দাস বলছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও উচ্চচাপ বলয় নেই। ফলে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে। একই ছবি উত্তরবঙ্গের ক্ষেত্রেও। ফলে বিদায়বেলায় ফের খানিকটা দাপট দেখা যাবে শীতের। তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিংয়ে। অন্যদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৩ শতাংশের আশপাশে। যদিও মৌসম ভবন বলছে, আগামী সোমবার থেকে ফের বাড়বে পারা। কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে পারা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসেও উঠে যেতে পারে। এমনটাই বলছেন আবহাওয়াবিদ গনেশ কুমার দাস।
হাওয়া অফিস এও বলছে ২০ ফেব্রুয়ারির পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বাড়বে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও আবার ২৩ ফেব্রুয়ারির পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারাপতন দেখা যেতে পারে।