CAG Report: CAG রিপোর্ট কেন আলোচনা হল না বিধানসভায়? খোলসা করলেন স্পিকার

CAG Report: গতকাল শুভেন্দু বারবার জানতে চান, কেন এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। যদিও, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, "ক্যাগ রিপোর্ট এখানে জমা পড়েনি। তাই রুল ২৩৩ পরিষ্কার বলা আছে রিপোর্ট জমা না পড়লে তা নিয়ে আলোচনার কোনও সুযোগ নেই। তাই আমি খারিজ করেছি।"

CAG Report: CAG রিপোর্ট কেন আলোচনা হল না বিধানসভায়? খোলসা করলেন স্পিকার
ক্যাগ রিপোর্ট নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 8:47 AM

কলকাতা: ক্যাগের (CAG) পেশ করা রিপোর্ট নিয়ে এমনিতেই সরগরম বাংলা। এর আবার রেশ গিয়ে পড়ল বিধানসভাতেও। ক্যাগ রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিরোধী দল বিজেপি। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভও দেখান তাঁরা।

গতকাল শুভেন্দু বারবার জানতে চান, কেন এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। যদিও, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ক্যাগ রিপোর্ট এখানে জমা পড়েনি। তাই রুল ২৩৩ পরিষ্কার বলা আছে রিপোর্ট জমা না পড়লে তা নিয়ে আলোচনার কোনও সুযোগ নেই। তাই আমি খারিজ করেছি।” সঙ্গে এও স্পষ্ট জানিয়ে দেন, রিপোর্ট জমা না পড়লে তাঁদের কিছুই করার নেই। বিমান বলেছেন, “রিপোর্ট এসেছে টেবিল হয়নি। এটা আজ পর্যন্ত কখনও হয়নি।”

প্রসঙ্গত, লোকসভা ভোট যত এগোচ্ছে বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে শাসকদল তৃণমূল। রাস্তায় নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে তৃণমূল সাংসদকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী। সেই রিপোর্টই প্রকাশ্যে নিয়ে আসেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসাব দেয়নি রাজ্য। ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। যদিও, বিজেপির সেই দাবি উড়িয়ে মমতা পরিষ্কার জানিয়েছিলেন, পুরোটাই মিথ্যা কথা। এই ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভার বাজেট অধিবেশনে আলোচনা চেয়েছিল বিজেপি। তবে গতকাল তা খারিজ করেন স্পিকার।