Calcutta High Court: রবিবার রাতেই বসল হাইকোর্ট, ৭ কোটির মামলার শুনানি হল কোর্টরুমে

Calcutta High Court: বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়ে শর্ত দেন, যদি ১২ অগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ৭ কোটি টাকা জমা রাখা হয়, তবেই তার আগে এ রাজ্য ছাড়তে পারবে জাহাজটি। ১২ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।

Calcutta High Court: রবিবার রাতেই বসল হাইকোর্ট, ৭ কোটির মামলার শুনানি হল কোর্টরুমে
কলকাতা হাইকোর্ট। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 10:53 PM

কলকাতা: কলকাতার সংস্থাকে খারাপ জিনিস দিয়ে জাহাজ নিয়ে পালানোর চেষ্টা! জাহাজ রুখতে রাতেই বিশেষ শুনানি হল হাইকোর্টের। একে ছুটির দিন, তার উপর আবার রবিবার। কিন্তু তাতে কী, মামলার গুরুত্ব বুঝে রাতেই হল শুনানি। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দেন।

প্রচুর পরিমাণে খারাপ নিউজ প্রিন্ট পেপার দেওয়ার অভিযোগ ওঠে এক সংস্থার বিরুদ্ধে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। এ নিয়ে আদালতে মামলা দায়ের হয়। এদিনে রবিবার শুনানি না হলে জাহাজ চলে যাবে।

তাই রাতেই যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা হাইকোর্ট মামলা শুনল। হলদিয়া বন্দর থেকে সোমবার ভোরে ওই জাহাজের বেরিয়ে যাওয়ার কথা ছিল। রাতেই হাইকোর্ট জাহাজটির যাওয়া বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেয়।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়ে শর্ত দেন, যদি ১২ অগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ৭ কোটি টাকা জমা রাখা হয়, তবেই তার আগে এ রাজ্য ছাড়তে পারবে জাহাজটি। ১২ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।