Cattle Smuggling Case: কেষ্ঠ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের তলব ইডি-র

Cattle Smuggling Case: শনিবার দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের স্ত্রী হাসপাতালে ভর্তি থাকার সময় ৬৬ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা।

Cattle Smuggling Case: কেষ্ঠ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের তলব ইডি-র
অনুব্রত ঘনিষ্ঠ রাজীব বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 12:22 PM

কলকাতা: কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব করল ইডি। এ নিয়ে চতুর্থ বার ইডির সদর দফতর দিল্লিতে তলব করা হল রাজীবকে। সূত্রের খবর, চালকল মালিক রাজীব অনুব্রত মণ্ডলের অসুস্থ স্ত্রীয়ের চিকিৎসার জন্য ৬৬ লাখ টাকা দিয়েছিলেন। এর আগে রাজীবের বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

শনিবার দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের স্ত্রী হাসপাতালে ভর্তি থাকার সময় ৬৬ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দিল্লির ইডি দফতর থেকে বের হন। সেদিন অবশ্য বেরনোর সময়ে রাজীব ভট্টাচার্যের মুখে হাসি লক্ষ্য করা গিয়েছিল। দৃশ্যত তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, জেরা পর্ব তাঁর ভালোই গিয়েছে। সূত্রের খবর, সেদিনও অনুব্রতর স্ত্রী-র চিকিৎসা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়।

ইডি সূত্রে খবর, সেদিনও জেরায় রাজীবের কথায় অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। গত শনিবারের আগের বৃহস্পতিবারও রাজীবকে জেরা করেন ইডি আধিকারিকরা। মূলত এই একটাই প্রশ্নের উত্তর তাঁরা সঠিকভাবে পেতে চাইছেন।

তবে কেবল রাজীবই নন, ইডির র‌্যাডারে রয়েছেন কেষ্টর আরও এক সঙ্গী তথা তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারিও। সূত্রের খবর, ইতিমধ্যে মণীশের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই তথ্যগুলি রাজীবের থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা।