Suvendu Adhikari: খারিজ হয়ে গেল ডিজি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি হয়।

Suvendu Adhikari: খারিজ হয়ে গেল ডিজি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 11:43 AM

কলকাতা: কলকাতা হাইকোর্টে ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ শুভেন্দুর মামলাটি খারিজ করে দেয়।

মামলার প্রেক্ষাপট

গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভার আয়োজন করে বিজেপি। সেখানে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। নেতাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সে সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্যনাথ মুখোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনও প্রান্ত যেতে পারেন। তাঁকে বাধা দেওয়া যাবে না। পুলিশি নিরাপত্তায় তিনি যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু ৭ জানুয়ারি নেতাইয়ে যাওয়ার সময়ে শুভেন্দু বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ। কেন তাঁকে পুলিশ বাধা দিল, সে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালত অবমাননার অভিযোগ তোলেন তিনি।

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি হয়। হাইকোর্টই সওয়াল করে, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও শুভেন্দুকে কেন নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়া হল?

সোমবার ফের আদালতে শুভেন্দুর মামলার শুনানি ছিল। এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট করে দেন, যা পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে আর যে সময়ের ঘটনা, তৎকালীন পরিস্থিতি বিচার করে কখনই ডিজির আদালত অবমাননা হচ্ছে না। অর্থাৎ হাইকোর্ট স্পষ্ট করে দেয়, ডিজি কোনওভাবেই আদালত অবমাননা করেননি। হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের।