Recruitment Scam: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট CBI-র, ১২ জনের তালিকায় নাম নেই পার্থর

CBI: নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা।

Recruitment Scam: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট CBI-র, ১২ জনের তালিকায় নাম নেই পার্থর
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 8:30 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে এবার আরও সক্রিয় সিবিআই (CBI)। মঙ্গলবার আলিপুর আদালতে (Alipore Court) নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও। এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন তিনি। এছাড়া প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও রয়েছে চার্জশিটে।

তবে এই মামলায় নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও এটি নবম দশম মামলায় প্রথম চার্জশিট। এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হতে পারে। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে গ্রুপ সি মামলায়। সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা করা হয়েছে এবং সেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে চার্জশিট জমা করা হয়েছে, সেখানেও নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে নবম-দশম মামলায় সিবিআই এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেনি।

কাদের কাদের নাম রয়েছে চার্জশিটে?

  • শান্তিপ্রসাদ সিনহা (এসএসসি প্রাক্তন উপদেষ্টা)
  • অশোক কুমার সাহা (এসএসসি প্রাক্তন সহকারী সচিব)
  • সুবীরেশ ভট্টাচার্য (এসএসসি প্রাক্তন চেয়ারম্যান)
  • কল্যাণময় গঙ্গোপাধ্যায় (এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি)
  • পর্ণা বসু (এসএসসি প্রাক্তন প্রোগ্রাম অফিসার)
  • সমরজিৎ আচার্য (এসএসসি প্রোগ্রাম অফিসার)
  • প্রসন্ন রায় ওরফে রাকেশ
  • প্রদীপ সিং ওরফে ছোটু
  • জুঁই দাস
  • আজাদ আলি মির্জা
  • ইমাম মোমিন
  • রোহিত কুমার ঝাঁ

উল্লেখ্য চার্জশিটে যে ১২ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে প্রথম ছয় জন এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন। বাকি ছয় জনকে এসএসসি চার্জশিটে প্রাইভেট পার্সন বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যাঁরা সরাসরি এসএসসির সঙ্গে জড়িত নন। এখন দেখার আদালতে নবম দশম মামলায় এই চার্জশিট জমা হওয়ার পর আগামী দিনে তদন্তের গতিপ্রকৃতি কোনদিকে মোড় নেয়।

এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “তদন্ত চলছে। তদন্ত চলাকালীন যাঁদের নামে চার্জ দেওয়া হয়েছে, নির্দিষ্টভাবে তাঁদের বিরুদ্ধে তথ্য পাওয়া গিয়েছে। তাঁরা অভিযুক্ত। এদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথার উপরে যাঁরা ছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ নেই। তদন্ত এখনও চলছে। দুর্নীতিমূলক নিয়োগের সিদ্ধান্ত যাঁরা নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে চার্জশিট দিতে হবে। নাহলে এই সত্য উদঘাটন হবে না। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং আসল লোকেদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।” সিবিআই তদন্তের উপর আস্থা রাখছেন তিনি, সেই কথাও জানিয়েছেন বিকাশ বাবু।