Central Force: জেলার পর এবার কলকাতা, রবিবাসরীয় সকালেই কসবায় ঢুকল আধা সেনা

Central Force in Kolkata: এ দিন, সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানা নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যাবে। এবং প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করবেন। পুলিশ সূত্রে খবর, আজ থেকেই রুটমার্চ করার পরিকল্পনা নিয়েছে বাহিনী।

Central Force: জেলার পর এবার কলকাতা, রবিবাসরীয় সকালেই কসবায় ঢুকল আধা সেনা
কসবায় আধা সেনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 9:43 AM

কলকাতা: বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ১ কোম্পানি আধা সেনা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় এসে গিয়েছেন জওয়ানরা। শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা। তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা। আর শনিবার পর রবিবার বাহিনী পৌঁছল কলকাতায়।

এ দিন, সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানা নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যাবে। এবং প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করবেন। পুলিশ সূত্রে খবর, আজ থেকেই রুটমার্চ করার পরিকল্পনা নিয়েছে বাহিনী। স্বাভাবিকভাবে জেলাতেও যে ছবি গতকাল ধরা পড়েছিল, আজ থেকে তা কলকাতাতেও দেখা যাবে। সাধারণ ভোটারদের মনোবল বাড়ানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকানোর কাজ করবেন তাঁরা।

এ দিকে, আজ আবার রাজ্য আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দলে থাকছেন ১৫ জন সদস্য। সন্ধ্যা ৬টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার, চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, ইলেকশন কমিশনের ডেপুটি কমিশনার।