Indian Missile: কাঁপুনি থামবে না চিন-পাকিস্তানের! ভারতীয় সেনার হাতে আসছে 3G অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ এমকে-২, হয়ে গেল শক্তি পরীক্ষা

Indian Missile: পরীক্ষায় সফল হতেই ইতিমধ্যেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও) শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সেনাকেও।

Indian Missile: কাঁপুনি থামবে না চিন-পাকিস্তানের! ভারতীয় সেনার হাতে আসছে 3G অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ এমকে-২, হয়ে গেল শক্তি পরীক্ষা
আরও শক্তি বাড়ল ভারতীয় সেনার Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 6:25 PM

কলকাতা: বিগত কয়েক বছরে ধারেভারে অনেকটাই বেড়েছে ভারতীয় সেনার শক্তি। নৌসেনা থেকে স্থলসেনা, বায়ুসেনা, রোজই নিত্যনতুন ভঙ্গিতে ডানা মেলছে সব বাহিনী। ভয়ে কাঁপছে চিন-পাকিস্তানের মতো দেশ। ভয়ে গুটিয়ে যাচ্ছে বাংলাদেশও। এরইমধ্যে এবার নতুন এক শক্তিশালী মিসাইলের শক্তি পরীক্ষা করে ফেলল ভারত। তৃতীয় প্রজন্মের এই অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ এমকে-২ তৈরি হয়েছে ভারতীয় প্রযুক্তিতেই। সেটিরই এদিন সফল পরীক্ষা হয়ে গেল রাজস্থানের পোখরানে। 

পোখরানে এদিন ছিলেন সেনার সব উচ্চপদস্থ কর্তারা। মোট তিনটি ট্রায়াল হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেক ট্রায়ালেই নির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছে এই ভারতীয় অত্যাধুনিক মিসাইল। প্রতিক্ষেত্রেই আলাদা টার্গেট ঠিক করা হয়েছিল। কোনও দূরে, আবার কোনওটা কাছে। কিন্তু, সব লক্ষ্যেই নিখুঁতভাবে আঘাত হানে নাগ এমকে-২। 

পরীক্ষায় সফল হতেই ইতিমধ্যেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও) শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সেনাকেও। ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাতও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই মিসাইল তৈরির সমস্ত কারিগরদের। ভারতীয় সেনায় পা রাখার প্রাক-মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত স্টেকহোল্ডারদের।