Vande Bharat in Sealdah: শুধু হাওড়া নয়, এবার শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত, বড় খবর দিল রেল
Vande Bharat in Sealdah: বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। চালুর পর থেকেই এই ট্রেন নিয়ে উন্মাদনার শেষ নেই। শুরুতে অল্প সংখ্যক ট্রেন থাকলেও চাহিদার কথা মাথায় রেখেই কিছু সময়ের মধ্যে বাংলার বন্দে ভারতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।
কলকাতা: কাশীপুরে হচ্ছে রেল ইয়ার্ড। ওখানেই হবে ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ। সেই পরিকল্পনা করছে রেল। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার-সহ পদস্থ আধিকারিকরা। এদিন সাংবাদিক বৈঠক করেন রেলের জেনারেল ম্যানেজার। সেখানেই এ কথা জানান তিনি। একইসঙ্গে বন্দে ভারত নিয়েও দেন বড় খবর।
এতদিন বাংলা থেকে শুধু মাত্র হাওড়া স্টেশন থেকে ছাড়তো বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারত পাচ্ছে শিয়ালদহও। অপেক্ষা শুধু কিছু সময়ের। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে বন্দে ভারত চালানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করছে রেল। জানালেন মিলিন্দ কে দেউস্কর ।
পাশাপাশি, হাওড়া থেকে কবচ যুক্ত EMU ট্রেন গুলি চালানোর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ৩ মাস সময় লাগতে পারে জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। হাওড়া থেকে ধানবাদ সংলগ্ন ছোটা আমবানা পর্যন্ত এই প্রকল্পের কাজ আগামী ৩ মাসের মধ্যে হবে বলে জানাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। চালুর পর থেকেই এই ট্রেন নিয়ে উন্মাদনার শেষ নেই। শুরুতে অল্প সংখ্যক ট্রেন থাকলেও চাহিদার কথা মাথায় রেখেই কিছু সময়ের মধ্যে বাংলার বন্দে ভারতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। বর্তমানে হাওড়া-নিউ জলপাইগুড়ির পাশাপাশি হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি, নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে।