Chinese Manja: হেলমেটের কাচ ফাটিয়ে মাথায় আঘাত করে রক্ত বের দিল চিনা সুতো
Chinese Manja: মূলত নাইলনের সুতোর ওপর ধাতু ও কাঁচের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় এই চিনা মাঞ্জা। ব্লেডের মতো ধারালো হয়ে ওঠে এটি।
কলকাতা: এবার ব্রেস ব্রিজ উড়ালপুল। মা উড়ালপুলের পর আবারও শহরের আরও এক উড়ালপুলে ঘুড়ির সুতোর চিনা মাঞ্জায় জখম হলেন এক যুবক। শুক্রবার সন্ধ্যার ঘটনা। হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম রোহন প্রামাণিক। ব্রেস ব্রিজ উড়ালপুলের ওপর দিয়ে বাইকে চেপে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। মা উড়ালপুলে এমন ঘটনা বারবার ঘটেছে। পুলিশ অনেক সতর্কতা নিয়েও বিপদ আটকাতে পারেনি। তবে, ব্রেস ব্রিজে এই ঘটনা প্রথমবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় দশটি সেলাই পড়েছে।
এ দিন সকালে নিজের বাড়িতে বসে ওই যুবক জানান, ব্যক্তিগত কাজে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বজবজে যাচ্ছিলেন তিনি। ব্রেস ব্রিজ উড়ালপুল পেরোনোর সময় আচমকাই একটি সুতো তাঁর হেলমেটের ওপর পড়ে। তারপর হেলমেটের কাঁচ ফাটিয়ে তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় সেই সুতো। যন্ত্রণায় বাইক নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। মাথা থেকে রক্ত বের হতে থাকে তাঁর।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতলে নিয়ে যায়। আহত ওই যুবক বলেন, ‘আমি কোনও রকমে সেখান থেকে ফোন করি আমার আত্মীয়দের।’ তবে বারবার চিনা মাঞ্জায় এমন ঘটনা কলকাতার বুকে ঘটলেও কেন পুলিশ প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যুবক।
মূলত নাইলনের সুতোর ওপর ধাতু ও কাঁচের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় এই চিনা মাঞ্জা। এর মধ্যে সিন্থেটিক আঠাও ব্যবহার করা হয়ে থাকে। যার ফলে ব্লেডের মতো ধারালো হয়ে ওঠে এই মাঞ্জা। সুতোর আঘাতে প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এই চিনা মাঞ্জায় পাখির মৃত্যুর ঘটনাও ঘটে। যেহেতু কাঁচের গুঁড়োর সঙ্গে সিন্থেটিক আঠা, ধাতুও মেশানো থাকে, ফলে জল লাগলেও তা পচে না। জাতীয় পরিবেশ আদালত ইতিমধ্যেই এই চিনা মাঞ্জাকে পরিবেশের জন্য ক্ষতিকারক বলে ঘোষণা করেছে।