Chingrighata Bike Accident: অভিঘাতে খুলে গিয়েছিল হেলমেট, থেঁতলে গেল আইটি কর্মীর মাথার একাংশ, সাতসকালেই রক্তাক্ত চিংড়িহাটা

Chingri ghata Accident: কসবা থেকে রুবি হয়ে বাইকে কর্মস্থলে যাচ্ছিলেন সাগর। চিংড়িঘাটার কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচে সংকীর্ণ রাস্তাতেই দুর্ঘটনা ঘটে।

Chingrighata Bike Accident: অভিঘাতে খুলে গিয়েছিল হেলমেট, থেঁতলে গেল আইটি কর্মীর মাথার একাংশ, সাতসকালেই রক্তাক্ত চিংড়িহাটা
নিহত যুবক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 10:01 AM

কলকাতা: বিশ্ব বাংলা সরোণিতে ফের বাইক দুর্ঘটনা (Chingrighata Accident)। মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর। মৃত যুবকের নাম সাগর (২৬)। তিনি সল্টলেক সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কসবা থেকে রুবি হয়ে বাইকে কর্মস্থলে যাচ্ছিলেন সাগর। সকাল সওয়া ছ’টা নাগাদ চিংড়িঘাটার কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচে সংকীর্ণ রাস্তাতেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাগর বাইকে তাঁর নির্দিষ্ট রুট দিয়েই যাচ্ছিলেন। পিছনে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। ট্রাকটি এসে বাইকে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইক থেকে কার্যত ৫০ মিটার দূরে ছিটকে পড়েন সাগর। তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু অভিঘাতে তাঁর মাথা থেকে হেলমেট খুলে যায়। ফুটপাতের গার্ডওয়ালের কোণায় সজোরে আঘাত লাগে সাগরের মাথায়। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন সাগর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে. চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চিংড়িহাটার রাস্তাই যেন মরণফাঁদ। পঞ্চমীর রাতেই মারাত্মক দুর্ঘটনা ঘটে চিংড়িহাটা এলাকায়। এক যুবক ও এক তরুণী সাইন্সসিটির দিক থেকে বাইকে চেপে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। মেট্রোপলিটন লেনের কাছে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে ছিটকে পড়ে লোহার গার্ডরেলে সজোরে ধাক্কা মারেন যুবক। দুর্ঘটনায় শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উল্টোদিকের লেনে গিয়ে পড়েন বাইক চালক। বাইকের পেছনের সিটে থাকা তরুণী গুরুতর জখম অবস্থায় এখনও বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। যুবকের দেহ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুণ্ড উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

গত কয়েকমাসে লাগাতার দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। কারণ সেই বেপরোয়া গতি। গত মাসের শেষে গাড়ি উল্টে মারাত্মক জখম হন জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে যায় এক গাড়ি।গাড়িতে দুই তরুণী ও দুই যুবক ছিলেন। দুর্ঘটনায় আহত হন প্রত্যেকেই।

পুলিশ সূত্রে খবর, প্রাইভেট গাড়িটি নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। ওই রাস্তায় নবদিগন্ত পার্কের সামনে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

কলকাতা পুলিশের আওতায় থাকা রাস্তায় একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। এর ফলেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। সেই গতিরই মাশুল গুনতে হচ্ছে চালকদের।

আরও পড়ুন: রাস্তায় ২ যুবককে ফেলে পেটাচ্ছে সিভিক পুলিশ, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় নেট দুনিয়ায়