CM Mamata Banerjee: কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়: মমতা
অধিকাংশ জায়গাতেই দিদির দূতদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে তীব্র কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা।
কলকাতা: ‘মানুষের বলার তো জায়গা চাই। কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়।’ সোমবার, নেতাজির ১২৬ তম জন্মদিবস উদযাপনের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার সমালোচক বন্ধু থাকবে না, এটা ভাবার দরকার নেই। আমি রাস্তা দিয়ে গেলে কেউ কিছু বলতেই পারেন। এটা বিক্ষোভ ভাববেন না। মানুষ ক্ষোভ উগরে দিল। বলার তো জায়গা চাই।” মূলত ‘দিদির দূত’ কর্মসূচি নিয়ে রাজ্যের দিকে-দিকে যে বিক্ষোভ চলছে, তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা জানতে ‘দিদির দূত’ কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বর্তমানে দিদির দূত কর্মসূচি ঘিরে দিকে-দিকে বিক্ষোভ চলছে। অধিকাংশ জায়গাতেই দিদির দূতদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে তীব্র কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা। এদিন সেই প্রসঙ্গেই বিষয়টি হালকা করতে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এদিন মালদায় ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন খোদ তৃণমূলের জেলা সভাধিপতি।
উল্লেখ্য, এদিন মালদার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি গ্রামে ‘দিদির দূত’ কর্মসূচি ছিল। জনসভাও করার কথা ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কিন্তু, সেই সভা বয়কট করার ডাক দেন এলাকাবাসী। শুধু তাই নয়, মালদা জেলা তৃণমূলের সভাধিপতি সহ জেলা পরিষদের সদস্যরা সাট্টারি গ্রামে ঢুকলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কোনক্রমে পালিয়ে বাঁচেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য তৃণমূল নেতারা।