এবার লালা-ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের

চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে এই ব্যবসায়ীদের। তাঁদের জেরা করে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।

এবার লালা-ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 12:53 PM

কলকাতা: কয়লা-কাণ্ডে লালা ঘনিষ্ঠ দশ ব্যবসায়ীকে তলব করল সিবিআই। এই ব্যবসায়ীদের মাধ্যমেই কালো টাকা সাদা করতেন লালা। তাঁদের জেরা করে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে এই ব্যবসায়ীদের।

আরও পড়ুন: নাম না করে শুভেন্দুকে ‘ছারপোকা’ বলে কটাক্ষ পার্থর

কয়লা পাচার কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পরই দফায় দফায় রাজ্যে হানা দিয়েছে সিবিআই। কলকাতা থেকে পুরুলিয়া, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজে চলেছে ছানবিন। ইতিমধ্যেই লালাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে তৃতীয়বার নোটিস পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। এরইমধ্যে তদন্তকারীদের হাতে উঠে এল রাজ্যের দশ ব্যবসায়ীর নাম।

আরও পড়ুন: এবার অমিত শাহের পথে অনুব্রত, সঙ্গে আরও ২ লাখ

প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে, কলকাতা-সহ বাংলার এই দশ ব্যবসায়ীর কাছে লালার টাকা পৌঁছত। সেই সব নগদ টাকা বাজারে ‘রোল’ করার কাজটা এই ব্যবসায়ীদের মাধ্যমেই হতো। কালো টাকা সাদা করে লালার সাম্রাজ্য বিস্তারে সহযোগিতা করতেন তাঁরা। এবার সেইসব ব্যবসায়ীকে জেরা করতে চলেছে সিবিআই।