Kolkata: কলকাতার হেলাবাড়ি সোজা করবে কুরুক্ষেত্রের কোম্পানি!
Kolkata: শহরে একাধিক বাড়ি হেলে পড়েছে। কোথাও কোথাও অভিযোগ উঠেছে, জলাজমির ওপর তৈরি হয়েছে ভিত। বিপদে রয়েছেন বহু বাসিন্দা।
![Kolkata: কলকাতার হেলাবাড়ি সোজা করবে কুরুক্ষেত্রের কোম্পানি! Kolkata: কলকাতার হেলাবাড়ি সোজা করবে কুরুক্ষেত্রের কোম্পানি!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-kolkata-house.jpg?w=1280)
কলকাতা: বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়ি। হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়েছিল ঘটেছিল বিপত্তি। আর সেই ঘটনার পর থেকে কলকাতা শহরের আনাচ-কানাচে যে ছবি দেখা যাচ্ছে, তা চমকে দেওয়ার মতো। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, বেলঘড়িয়া থেকে তপসিয়া, সর্বত্র হেলে পড়া বাড়ির ছবি। একটা বাড়ি আর একটার ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে। কখন ভেঙে পড়বে, এই আতঙ্কে বিনিদ্র রাত কাটাচ্ছেন বাসিন্দারা। সেই বাড়িগুলোই এবার সোজা করার উদ্যোগ নিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম।
বাড়িগুলিকে কীভাবে ফের সোজা করা যায় বা বিপদমুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কলকাতা পুরনিগমে। হরিয়ানার কুরুক্ষেত্রের সংস্থার সঙ্গে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের বৈঠক হয়। লিফটিং-এর কাজ করে এমন দুই হরিয়ানার সংস্থাকে বৈঠকে ডেকেছিলেন তিনি। সূত্রের খবর, ওই দুই সংস্থা আগে কী কাজ করেছে, সেগুলি কতটা ভরসাযোগ্য, কোন কোন জায়গায় কাজ করেছে, এইসব বিষয় সহ যাবতীয় ‘ক্রেডেন্সিয়াল’ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কাজ কীভাবে হবে, কাজ করতে গিয়ে বিদ্যাসাগর কলোনির মতো কোনও বিপর্যয় ঘটবে না তো? এই বিষয়গুলি এদিন সংস্থা দুটির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন মেয়র। মূলত, ওই দুই সংস্থা তথ্য সহ রিপোর্ট জমা দিলে, তবেই বাকি প্রক্রিয়ার দিকে এগোনো হবে বলে কলকাতা পুরনিগম সূত্রে খবর।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)