Dengue: উৎসবের আবহে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, উনিশের তুলনায় বাইশে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

Dengue: পরিসংখ্যান বলছে ৩৯ ও ৪০তম সপ্তাহে কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭৫। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২০১০।

Dengue: উৎসবের আবহে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, উনিশের তুলনায় বাইশে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 6:36 PM

কলকাতা: ২০১৯ সালের তুলনায় ২০২২ সালের বর্তমান সময়ে বা আরও সহজভাবে বললে ৪০তম সপ্তাহে পশ্চিমবঙ্গে ডেঙ্গি(Dengue) আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৯ সালে ৪০তম সপ্তাহে রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮২২। সেটা ২০২২ সালে বেড়ে হয়েছে ৪৬৭৮। আর সে কারণেই বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ২০ জেলায় ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী রয়েছে। ডেঙ্গি আক্রান্তের জেরে ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরেরও (Health Department)। 

পরিসংখ্যান বলছে ৩৯ ও ৪০তম সপ্তাহে কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭৫। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২০১০। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১০২৫। হুগলিতে ৯৪০। তবে সিংহভাগ জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে ৪০তম সপ্তাহেই সিংহভাগ জেলায় আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী হয়েছে। তবে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, দুই বঙ্গেই একাধিক জেলায় আক্রান্তের পারা ক্রমশ বাড়তে দেখা গিয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের পাশাপাশি কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে দেখা গিয়েছে। 

তবে ৩৪তম সপ্তাহ থেকে ৪০তম সপ্তাহের মধ্যে টেস্টের পরিমাণ বাড়তে দেখা গিয়েছে ৩৮তম সপ্তাহের পর থেকে। সবথেকে বেশি টেস্ট হয়েছে ৩৯তম সপ্তাহে। তবে সংক্রমণের হার বাড়তে দেখা গিয়েছে ৪০তম সপ্তাহে। ৩৯ ও ৪০তম সপ্তাহ মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দড়িয়েছে ৯৪২২। এদিকে পুজোর সময় সরকারি হাসপাতাল, পুর এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণ যাতে ব্যাহত না হয় সেই নির্দেশ ছিল। কিন্তু, তারপরেও প্রশাসনের তরফে নজরদারিতে অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনে শুক্রবার ডেঙ্গি সংক্রান্ত একটি বৈঠকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন  স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।