Congress: জোট ছেড়ে একা লড়ার কথা ভাবছে কংগ্রেস?

Congress: রবিবার ইম্ফলে রাহুলের যাত্রা শুরুর সময় রাজ্যজুড়ে ব্লকে ব্লকে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। একইসঙ্গে ন্যায়যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে তুলতে হবে। সেই নির্দেশও এসে গিয়েছে।

Congress: জোট ছেড়ে একা লড়ার কথা ভাবছে কংগ্রেস?
ফাইল ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 7:18 PM

কলকাতা: আগামী ২৯ জানুয়ারি মালদহে আসছেন রাহুল গান্ধী। এমনটাই খবর প্রদেশ কংগ্রেস সূত্রে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিহারের কাটিহার, লাভা হয়ে মালদায় ঢোকার কথা। তার আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের উপস্থিতিতে শনিবার হয়ে গেল প্রদেশ কংগ্রেসের বৈঠক। সূত্রের খবর, পাহাড়ে রাহুলকে আসার জন্য নিজে অনুরোধ করছেন অধীর রঞ্জন চৌধুরী। রবিবার ইম্ফলে যাবেন অধীর। সেখানে রাহুলের কাছে এই প্রস্তাব দেবেন তিনি। কারণ নেহরু, ইন্দিরা, রাজীব এসেছিলেন। কিন্তু মোদী আসেননি। সেটার ফায়দা নিক কংগ্রেস, চান প্রদেশ সভাপতি।

অন্যদিকে রবিবার ইম্ফলে রাহুলের যাত্রা শুরুর সময় রাজ্যজুড়ে ব্লকে ব্লকে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। একইসঙ্গে ন্যায়যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে তুলতে হবে। সেই নির্দেশও এসে গিয়েছে। সূত্রের খবর, ২০ তারিখ থেকে প্রদেশের বেশিরভাগ নেতৃত্ব চলে যাচ্ছেন শিলিগুড়ি। ২৫ তারিখ দিসপুর থেকে কোচবিহারের বক্সিরহাট দিয়ে ঢুকবেন রাহুল। ২৬, ২৭ উত্তরবঙ্গ করে আবার ২৮, ২৯ পূর্ণিয়া। আবার ভারত জোড় ন্যায় যাত্রা নিয়ে আবার ৩০ তারিখ মালদা মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ড চলে যাবেন রাহুল।

এদিনের বৈঠকে জেলা সভাপতিদের অনেকে জোট না করে একা লড়ার কথা বলেছেন বলে খবর। সিপিএমের সঙ্গে জোট করার পক্ষে এদিনের আলোচনায় নানা মত উঠে এলেও তৃণমূলের নিয়ে অবশ্য সেভাবে কেউ সওয়াল করেননি। তবে এদিন কোনও জবাবই দিতে দেখা যায়নি পর্যবেক্ষককে। বরং তিনি এসব শুনে ফিরে গিয়েছেন। কথা দিয়েছেন, ২২ জানুয়ারি নাগাদ আবার আসবেন। তখন জোট নিয়ে কথা হবে।