SSKM Hospital: স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশিকায় ‘ভুল’, পরে সংশোধন, বিতর্ক পিছু ছাড়ছে না SSKM-এর

SSKM : ফের নয়া বিতর্ক এসএসকেএম হাসপাতালে। এবার স্বাধীনতা দিবসউদযাপন সংক্রান্ত নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নির্দেশিকায় শব্দচয়নের ক্ষেত্রে 'ভুল' হয়েছিল বলে অভিযোগ।

SSKM Hospital: স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশিকায় 'ভুল', পরে সংশোধন, বিতর্ক পিছু ছাড়ছে না SSKM-এর
এসএসকেএম হাসপাতাল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 1:06 PM

কলকাতা : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসএসকেএম হাসপাতালের। রাজ্যের শাসক দলের নেতাদের ‘সেফ হোম’ বলে আগেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এসএসকেএম হাসপাতালকে। হেভিওয়েট নেতাদের চিকিৎসা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নয়া বিতর্ক এসএসকেএম হাসপাতালে। এবার স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন সংক্রান্ত নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নির্দেশিকায় শব্দচয়নের ক্ষেত্রে ‘ভুল’ হয়েছিল বলে অভিযোগ। নির্দেশিকায় লেখা হয়েছিল পতাকা ‘উন্মোচন’। তড়িঘড়ি সেই ‘ভুল’ সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করা হয়।

এর আগে ৩ অগস্ট এসএসকেএম কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকায় উল্লেখ ছিল পতাকা উন্মোচন-এর কথা। অথচ, স্বাধীনতা দিবসের দিন পতাকা উন্মোচন নয়, পতাকা উত্তোলন করা হয়। কারণ, পতাকা দণ্ডের নীচে জাতীয় পতাকা থাকে। সেটিকে দড়ি দিয়ে টেনে পতাকা দণ্ডের শীর্ষে তোলা হয়। সেই কারণেই এটিকে বলা হয় পতাকা উত্তোলন।

আবার অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের দিন, পতাকা উন্মোচন করা হয়। সে ক্ষেত্রে পতাকা দণ্ডের শীর্ষে আগে থেকেই জাতীয় পতাকা বাঁধা অবস্থায় থাকে। দড়িতে টান দিলে, পতাকাটি খুলে যায়। অর্থাৎ, উন্মোচিত হয়। সে ক্ষেত্রে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন হয় এবং প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উন্মোচন করা হয়। ৩ অগস্ট এসএসকেএম যে নির্দেশিকা জারি করেছিল, তাতে শব্দচয়ন সংক্রান্ত বিষয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে শনিবার নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। বিষয়টি নিয়ে টিভি নাইন বাংলার তরফে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।

প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতাল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। রাজ্যের উৎকর্ষ কেন্দ্র। সেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্রান্ত নির্দেশিকায় এমন ধরনের ‘ভুল’ কীভাবে হল, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন : 19,867.8 MHz স্পেকট্রাম অধিগ্রহণ করে ভারতীয়দের জন্য 5G বিপ্লব ঘটাতে চলেছে এয়ারটেল