Coronavirus: বাংলায় চওড়া হচ্ছে করোনা থাবা, দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই
Coronavirus: বর্তমানে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৪ শতাংশ। মৃত্যু হার দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ।
কলকাতা: গোটা দেশের পাশাপাশি বাংলাতেও (West Bengal) নতুন করে চওড়া হচ্ছে করোনার (Coronavirus) থাবা। সোমবার খানিক ধীর গতির সংক্রমণ দেখা গেলেও মঙ্গলবার ফের তৈরি হল নয়া রেকর্ড। গোটা রাজ্য়ে করোনার কবলে পড়লেন ১৯৭৩ জন। পাশাপাশি এদিন গোটা রাজ্য়ে মারা গিয়েছেন তিন জন। গোটা রাজ্যে এখনও পর্যন্ত করোনার কারণে মৃত্যু হয়েছে ২১ হাজার ২২৮ জনের। পাশাপাশি এদিন হাসপাতাল থেকে এদিন ছাড়া পেয়েছেন ৫৯২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৪ শতাংশ। মৃত্যু হার দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ। অন্যদিকে মঙ্গলবার সারাদিনের পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৫.৯৩ শতাংশ। একইসঙ্গে সারাদিন নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৮৫ জনের।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ৭১৭। সোমবার আক্রান্ত ৩৪২।
উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৪৮২। সোমবার আক্রান্ত ৩৪৩।
দক্ষিণ ২৪ পরগণা – মঙ্গলবার আক্রান্ত ১৩৭। সোমবার আক্রান্ত ১০৪।
হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ৯৬। সোমবার আক্রান্ত ৬০।
নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ৪০। সোমবার আক্রান্ত ৩৬।
পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ৮৯। সোমবার আক্রান্ত ১৭।
পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার আক্রান্ত ৫২। সোমবার আক্রান্ত ২১।
দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ১৫। সোমবার আক্রান্ত ২৯।
বীরভূম- মঙ্গলবার আক্রান্ত ৪২। সোমবার আক্রান্ত ১৭।
পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ৪৪। সোমবার আক্রান্ত ২১।
পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ১২। সোমবার আক্রান্ত ৯।
জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ৩০। সোমবার আক্রান্ত ৮।
মুর্শিদাবাদ – মঙ্গলবার আক্রান্ত ১১। সোমবার আক্রান্ত ৪।
মালদহ – মঙ্গলবার আক্রান্ত ১৩। সোমবার আক্রান্ত ২৮।
উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ১২। সোমবার এই জেলাতে কেউ আক্রান্ত হননি।
আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ৫।
বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ৯। সোমবার আক্রান্ত ৪।
দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার আক্রান্ত ৫।
পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ১০। সোমবার আক্রান্ত ৭।
ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত ১।
কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ১০। সোমবার আক্রান্ত ১।
কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার এই জেলায় কেউ আক্রান্ত হননি।
হুগলি – মঙ্গলবার আক্রান্ত ১৩৮। সোমবার আক্রান্ত ৭০।