COVID Update: আজও ৮০০-র নিচে দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেটও

COVID 19 cases in West Bengal: শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৭ জন।

COVID Update: আজও ৮০০-র নিচে দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেটও
কিছুটা স্বস্তি দিচ্ছে করোনা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 8:00 PM

কলকাতা:  কিছুটা স্বস্তি। আজও করোনার দৈনিক সংক্রমণ ৮০০-র নীচে। শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। মৃতের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৪৫ জন। সুস্থতার হার শতাংশের নিরিখে ৯৮.৩০।

স্বস্তি দিচ্ছে রাজ্যে পজিটিভিটি রেটও। গতকাল রাজ্যে পজিটিভিটি রেট ছিল ২ এর বেশি। রবিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ। গত একদিনে ৪০ হাজারের কিছু বেশি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে।

COVID 19 Update

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু:শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২১ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৭ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২০১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৩ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-১।

আরও পড়ুন : School Schedule Revised: বদলে গেল নিয়ম! দশম-দ্বাদশের ক্লাস সপ্তাহে ৩ দিন, নবম-একাদশ ২ দিন