CPIM: সিপিএম নিজের স্বার্থে তিলোত্তমার মা-বাবাকে ব্যবহার করছে: শোভনদেব
CPIM: কিছুদিন আগেই তিলোত্তমা কাণ্ডে রায় শুনিয়েছে আদালত। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জায় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বান দাস। যদিও এই রায় নিয়ে পক্ষে বিপক্ষে শুরু থেকেই উঠে আসছে নানা মত।
![CPIM: সিপিএম নিজের স্বার্থে তিলোত্তমার মা-বাবাকে ব্যবহার করছে: শোভনদেব CPIM: সিপিএম নিজের স্বার্থে তিলোত্তমার মা-বাবাকে ব্যবহার করছে: শোভনদেব](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Sovandeb-on-CPIM.jpg?w=1280)
কলকাতা: ‘এক্তিয়ার’ বুঝিয়েছেন ফিরহাদ, কড়া আক্রমণ করেছেন কুণাল ঘোষ। এবার শোভনদেব চট্টোপাধ্য়ায়ের নিশানায় তিলোত্তমার মা-বাবা। তাঁর সাফ দাবি, ওনারা সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন। সম্প্রতি, তিলোত্তমার মা-বাবাকে চক্রান্তকারীদের মুখপাত্র বলে কটাক্ষ করেছিলেন কুণাল। মেয়র ফিরহাদের কথায়, “মেয়ের শোকে ওঁদের এক্তিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়। যাতে সহানুভূতিই নষ্ট হয়ে যায়।” এবার ময়দানে শোভন দেব। তা নিয়েই তৈরি হয়েছে নতুন তরজা।
শোভনদেবের কথায়, “প্রথম থেকেই নানা সময়ে নানারকম বক্তব্য রাখছেন। তাঁরা নিজেদের মত দিচ্ছেন বলে মনে হয় না। কিছু লোক মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছেন। ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনও নৈতিকতাই ছিল না। কারণ, সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্রাকটিস করেছে। তাঁদের যাঁরা পরিচালনা করছিল সিপিএম। তাঁদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল।” এরপরই তাঁর সংযোজন, “আমার ধারনা এখন পর্যন্ত মা-বাবা সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন। সিপিএম তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য় পূরণ করার জন্য মা-বাবাকে ব্যবহার করছে।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই তিলোত্তমা কাণ্ডে রায় শুনিয়েছে আদালত। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জায় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বান দাস। যদিও এই রায় নিয়ে পক্ষে বিপক্ষে শুরু থেকেই উঠে আসছে নানা মত। অন্যদিকে রায়ের আগে থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে, উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের ভূমিকা নিয়েও। এবার রায় সামনে আসার পরেই বারবার আক্রমণ ধেয়ে আসছে ঘাসফুল শিবির থেকেই। তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়।
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)