Cyber Crime: শহরের বুকে পাতা হয়েছিল প্রতারণার বিশাল ফাঁদ, ফাঁসানো হচ্ছিল বিদেশি নাগরিকদের
Cyber Crime: আগেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ।
কলকাতা: ইমেল ব্লাস্ট ব্যবহার করে কলকাতায় বসে প্রতারণা করা হচ্ছিল বিদেশি নাগরিকদের। সেই প্রতারণা চক্রের মূল পান্ডাকে এবার গ্রেফতার করল পুলিশ। কলকাতার আমহার্ট স্ট্রিট এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সাম্প্রতিককালে একাধিক ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছে শহরেই। খবর পেলেই পুলিশ সে সব অফিসের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে।
যে পদ্ধতিতে একসঙ্গে অনেকগুলি ফোনে ইমেল পাঠানো হয়, তাকেই বলা হয় ইমেল ব্লাস্ট। সেই সব মেল থেকেই সাইবার প্রতারণার শিকার হতে পারেন সাধারণ মানুষ। এ ক্ষেত্রে সেই পদ্ধতিই প্রয়োগ করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৪ জুন রাজারহাট এলাকার মনি ক্যাসাডনা বিল্ডিংয়ে একটি ভুয়ো কল সেন্টারের হদিশ পায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয় তারা। ওই অফিস থেকে মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এই অভিযুক্তরা ভুয়ো কলসেন্টার চালু করে ইমেইল ব্লাস্টের মাধ্যমে ভিনদেশের নাগরিকদের প্রতারণা করা হত। চেক রিপাবলিক, পর্তুগাল, জার্মানির নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দেওয়া হত। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ডিজিটাল মুদ্রা বা বিট কয়েনের মাধ্যমে হাতিয়ে নেওয়া হত। এই ঘটনায় চারজনকে নিজেদের হেফাজতে নেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই ভুয়ো কল সেন্টার চালু করেছিল কলকাতার আমহার্ট স্ট্রিট থানা এলাকার বাসিন্দা অনুরাগ জয়সওয়াল। বুধবার গভীর রাতে পুলিশের কাছে এই তথ্য এসে পৌঁছয়। অনুরাগ বিধাননগর উত্তর থানার অন্তর্গত একটি এলাকায় রয়েছেন। সূত্র মারফত খবর পেয়ে সেই এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত অনুরাগকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই সংস্থার অন্যতম ডিরেক্টরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।