Debanjan Deb: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি

Debanjan Deb: বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে দেবাঞ্জন। জেল সূত্রে জানা গিয়েছে, এই মামলার অন্য অভিযুক্তদের থেকে তাকে আলাদা রাখা হয়েছে।

Debanjan Deb: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি
দেবাঞ্জন দেব (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 3:16 PM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন মামলায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব-সহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন ও তাঁর সহকারি কাঞ্চন দেবের। তাঁরা দুজন মিলেই জালিয়াতি করেছে বলে অভিযোগ। ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে। ৫৫ পাতার চার্জশিট পেশ করেছেন ইডি আধিকারিকরা। ২৬ জন সাক্ষীর নাম রয়েছে। এক বছর ১০ মাসের মাথায় চার্জশিট পেশ। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে দেবাঞ্জন। জেল সূত্রে জানা গিয়েছে, এই মামলার অন্য অভিযুক্তদের থেকে তাকে আলাদা রাখা হয়েছে।

২০২১ সালের জুন মাসে কসবায় ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। এরপর তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে পরিচয় দিয়ে ওই শিবির চালু করেছিল। আদৌ করোনার প্রতিষেধক হিসাবে যা দেওয়া হয়েছিল, তা আসলে কী, সেটা নিয়েই ওঠে প্রশ্ন। তা নিয়ে গোটা বাংলায় তৈরি হয় চর্চা।

প্রথমে দেবাঞ্জনকে গ্রেফতারের পর তদন্তভার হাতে নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। ভুয়ো প্রতিষেধক-কাণ্ডে দেবাঞ্জন-সহ আট জনকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের নির্দেশ মতো কলকাতা পুলিশের পাশাপাশি ঘটনার তদন্তে নামে ইডি-ও। তদন্তকারীরা জানান, প্রভাবশালী-যোগ স্পষ্ট হওয়া সত্ত্বেও কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা নিয়ে মুখ খোলেননি দেবাঞ্জন। সেই নামগুলো বার করতে রীতিমতো বেগ পেতে হয় তদন্তকারীদের। সমস্ত বিষয় খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দেয় তদন্তকারী সংস্থা। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব-সহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।