Sudip-Tapas: হেরেও সুদীপের থেকে ‘এগিয়ে’ তাপস?

Sudip-Tapas: তথ্য বলছে, চৌরঙ্গিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৫,০৩১ ভোট। তাপস রায় পেয়েছেন ৪০,৪৮৬ ভোট। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ১৮,২৮৫ ভোট। অর্থাৎ সুদীপ নিকটতম প্রতীদ্বন্দীর থেকে এগিয়ে ১৪,৫৪৫ ভোটে।

Sudip-Tapas: হেরেও সুদীপের থেকে ‘এগিয়ে’ তাপস?
কী বলছে তথ্য? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 6:17 PM

কলকাতা: তাপস রায় তৃণমূল ছাড়তেই বড় খেলার ইঙ্গিতটা মিলেছিল। লোকসভা ভোটের আগে টানা চড়েছে উত্তেজনার পারদ। এমনকী ভোটের মুখে যেভাবে তৃণমূল শিবিরের একাধিক বড় মুখ সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তা নিয়ে বাড়ছিল চাপানউতোর। তবে সুদীপকে অভয়বাণী দিতে মাঠে নামতে দেখা গিয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, শেষ হাসি কে  হাসবেন সেদিকে নজর ছিল সকলেরই। কিন্তু, ভোটের ফল বেরতে ফের একবার মুখে হাসি চওড়া হল সুদীপের। দেখা গেল নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস রায়কে ৯২ হাজার ৫৬০ ভোটে হারিয়ে দিয়েছেন। সুদীপ পেয়েছেন ৪ লক্ষ ৫৪ হাজার ৬৯৬ ভোট। অন্যদিকে তাপস পেয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ১৩৬ ভোট। কিন্তু, একটু যদি তৃণমূল স্তরে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে বিধানসভা ভিত্তিক ফলে কিন্তু, একাধিক জায়গায় সুদীপকে চাপে রেখেছেন তাপস। কোথাও একেবারে ঘাড়ে নিশ্বাস ফেললেন, কোথাও আবার রইলেন এগিয়ে। 

যেমন তথ্য বলছে, চৌরঙ্গিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৫,০৩১ ভোট। তাপস রায় পেয়েছেন ৪০,৪৮৬ ভোট। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ১৮,২৮৫ ভোট। অর্থাৎ সুদীপ নিকটতম প্রতীদ্বন্দীর থেকে এগিয়ে ১৪,৫৪৫ ভোটে। অন্যদিকে এন্টালিতে সুদীপের খাতায় ৮৩,৪৪৬ ভোট। তাপসের খাতায় ৫৪,১৩৭ ভোট। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ২৪,৩০৫ ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ২৯,৩০৯ ভোটে। 

বেলেঘাটায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯২,৬৪৩ ভোট। তাপস রায় পেয়েছেন ৪৬,৫৩১ ভোট। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ২৪,৭০৬ ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৪৬,১১২ ভোটে। জোড়াসাঁকোয় সুদীপ পেয়েছেন ৪১,৮৯৩ ভোট। সেখানে তাপসের খাতায় ৪৯,২৯৪ ভোট। প্রদীপ পেয়েছেন ১২,২৯৩ ভোট। এই বিধানসভা কিন্তু তাপস এগিয়ে ৭,৪০১ ভোটে। 

কার্যত একই ছবি শ্যামপুকুরেও। সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৮,০৬৩ ভোট। তাপস রায় পেয়েছেন ৪৯,৬৬২। প্রদীপের খাতায় ৯,৫২৮ ভোট। তাপস রায় এগিয়ে ১,৫৯৯ ভোটে। মানিকতলায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৬,৯৬৪ ভোট। তাপস রায় পেয়েছেন ৬৩,৩৮৯ ভোট। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ৯,৪২১ ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৩,৫৭৫ ভোটে। 

কাশীপুর – বেলগাছিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খাতায় ৬৫,১৩৭ ভোট। তাপসের খাতায় ৫৭,৮৬৯ ভোট। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ১৬,০১৮ ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৯,২৬৮ ভোটে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১,৫১৯ ভোট। তাপস রায় পেয়েছেন ৮৬৮ ভোট। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ৪২৬ ভোটে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৬৫২ ভোটে।