Dilip Ghosh: অনুব্রতর গ্রেফতারি, প্রতিবাদে তৃণমূল, ‘সমাজের কাছে লজ্জার’ প্রতিক্রিয়া দিলীপের
Kolkata: রবিবার সেন্ট্রাল পার্কে সকাল-সকাল তেরঙ্গা যাত্রায় বের হন দিলীপ ঘোষ। বলেন, 'তৃণমূল নেতারা ধরা পড়ছে। আর প্রতিবাদ মিছিল করছে। এটা দুঃখের বিষয়। আমাদের রাজ্যের নেতারা দুর্নীতিতে ধরা পড়েছেন এটা লজ্জার বিষয়। আর আবার মিছিল করছেন। এটা সমাজের কাছে লজ্জার বিষয়।'
কলকাতা: বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই রাজ্যজুড়ে জেলায়-জেলায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা নকুলদানা, বাতাসা নিয়ে বাজারে নেমে পড়তেই ক্ষিপ্ত তৃণমূল। রাজ্যজুড়ে বিভিন্ন জেলায়-জেলায় পথে নেমেছে তারা। তবে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিষয়টিকে ‘সমাজের কাছে লজ্জার’ বলেও দাবি করেছেন তিনি।
রবিবার সেন্ট্রাল পার্কে সকাল-সকাল তেরঙ্গা যাত্রায় বের হন দিলীপ ঘোষ। বলেন, ‘তৃণমূল নেতারা ধরা পড়ছে। আর প্রতিবাদ মিছিল করছে। এটা দুঃখের বিষয়। আমাদের রাজ্যের নেতারা দুর্নীতিতে ধরা পড়েছেন এটা লজ্জার বিষয়। আর আবার মিছিল করছেন। এটা সমাজের কাছে লজ্জার বিষয়।’
এরপর সাংসদদের বরাদ্দ টাকা দিচ্ছে না প্রসঙ্গে দিলীপ বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে খরচ করতে দেওয়া হচ্ছে না। আমার টাকাও খরচ করতে দেওয়া হচ্ছে না। যারা লুঠ করতে জানে, তাদের কে টাকা দেবে?’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘কেন্দ্র যখন টাকা দিচ্ছে না বলা হচ্ছে, তখন কোটি-কোটি টাকা কোথায় থেকে পাওয়া যাচ্ছে? টাকার পাহাড়। এখানে পার্থবাবুর ৩০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে, অনুব্রতর কাছে থেকে ৫০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। আরও খোঁজ চলছে। এই হারে যদি ধরা পড়ে তাহলে কে টাকা দেবে? কেন্দ্র থেকে যা টাকা এসেছে সব নেতাদের বাড়ি চলে গিয়েছে। এই সরকারকে কেউ বিশ্বাস করে টাকা দেবে?’
শনিবারও তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ। বলেন, ‘পার্টি কী করে চলবে। বাচ্চাদের নামিয়েছেন। এবার অন্যরা নামবেন। নেতারা এই পার্টি-সরকারকে বাঁচাতে পারবেন না। মমতা এখন চুপ কেন?’ বিজেপি নেতা প্রশ্ন করেন, ‘তিনি কি চোখে কাপড় বেঁধে আছেন ?’