পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে নিউটাউনে নামছে ডবল ডেকার বাস

নিউটাউনের রবীন্দ্রতীর্থ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির হাব, মাদার্স ওয়াক্স মিউজ়িয়াম, কফিহাউসের মতো জায়গাগুলি প্রায় চার ঘণ্টা ধরে ঘুরে দেখাবে এই ডবল ডেকার বাস।

পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে নিউটাউনে নামছে ডবল ডেকার বাস
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 9:38 PM

কলকাতা: রাজারহাট-নিউটাউনের (Rajarhat-New Town) পর্যটনকে ঢেলে সাজাতে উদ্যোগ পরিবহণ দফতর। খুব শিগগিরই রাজারহাট-নিউটাউনে পর্যটকদের জন্য চালু হচ্ছে ডবল ডেকার বাস (Double Decker Bus)। রবিবার পরীক্ষামূলকভাবে এই বাসটিকে প্রথমবার চলানো হয়।

খুব কম সময়ের মধ্যেই পর্যটকদের আর্কষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গোটা রাজারহাট-নিউটাউন এলাকা। পুরনো কলকাতার আভিজাত্যকে সংরক্ষিত রেখেই অত্যাধুনিকভাবে গোটা এলাকাকে ঢেলে সাজানো হয়েছে। তৈরি করা ইকোপার্ক, বিশ্ব বাংলা গেটের মতো একাধিক নজরকাড়া জায়গা পর্যটকদের জন্য তৈরি করেছে রাজ্য সরকার। সেই মতো রবিবার এই ডবল ডেকার বাস রাজারহাট-নিউটাউনের নানা দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়ায়।

আরও পড়ুন: সিবিআই নাকি আজ রেড করত ভাইপোর বাড়িতে: বিস্ফোরক সায়ন্তন

হিডকোর চেয়ারম্যান তথা এমডি দেবাশীষ সেন জানান, শীঘ্রই পর্যটকদের জন্য রাস্তায় নেমে পড়বে এই ডবল ডেকার বাস। নিউটাউনের রবীন্দ্রতীর্থ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির হাব, মাদার্স ওয়াক্স মিউজ়িয়াম, কফিহাউসের মতো জায়গাগুলি প্রায় চার ঘণ্টা ধরে ঘুরে দেখাবে এই ডবল ডেকার বাস। ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য নস্টালজিক এই পরিষেবা কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে চালু করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: ‘খারাপ বলতে রুচিতে বাধে’, আমন্ত্রণ না পেয়ে ‘অভিমানী’ তৃণমূল সাংসদ