Drug Smugglers Arrested: ফের শহরের বুকে মাদক জাল! পুলিশের খপ্পরে ৩ পাচারকারী

Drug Smugglers Arrested: রহিম দিল্লির বাসিন্দা একাধিক অপরাধমূলক কাজ কর্মের সঙ্গে জড়িত। এছাড়াও এর আগে এই ৩ দুষ্কৃতী বিধান নগরে একাধিকবার মাদক পাচার করেছিল সে।

Drug Smugglers Arrested: ফের শহরের বুকে মাদক জাল! পুলিশের খপ্পরে ৩ পাচারকারী
মাদক পাচারকারী গ্রেফতার (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 12:04 PM

কলকাতা: শহরে ফের মাদক চক্র ফাঁস। বিধাননগর ছয়নাভি আম্বেদকর মাঠ এলাকা থেকে মাদক সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, মঙ্গলবার রাতে বিধাননগরের ছয়নাভি এলাকায় ৩ জন দুষ্কৃতী তরল মাদক নিয়ে বিক্রির উদ্দেশে জড়ো হবে। বিধাননগর পুলিশ সেই মতো প্রস্তুতও ছিল। ওই এলাকায় ওঁত পেতে ছিলেন তদন্তকারীরা। রাতে শেখ সাহিল, রহিম এবং সাজিদ নামে তিন যুবক এলাকায় জড়ো হয়। তাদের হাতে ড্রাম ছিল। পুলিশের সন্দেহ হওয়াতেই তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি থাকায় তল্লাশি চালাতেই মাদক উদ্ধার হয়। ৬ লিটার তরল মাদক কোডাইন ফসফেট নিয়ে আম্বেদকর মাঠের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।

জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, রহিম দিল্লির বাসিন্দা একাধিক অপরাধমূলক কাজ কর্মের সঙ্গে জড়িত। এছাড়াও এর আগে এই ৩ দুষ্কৃতী বিধান নগরে একাধিকবার মাদক পাচার করেছিল। কীভাবে কোন পথে তারা মাদক নিয়ে কোথায় পাচার করেছিল, সমস্ত বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।  ধৃতদের বিরুদ্ধে এনডিপিস অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিনই তাদের বারাসত আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, নভেম্বরে কলকাতায় আরও একটা বড়সড় মাদকচক্রের পর্দা ফাঁস করেন তদন্তকারীরা। অসম থেকে পাচারের পথে মধ্যরাতে গোয়েন্দাদের জালে ধরা পড়ে মাদক পাচারকারি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ছিল ২২ কোটি টাকা। বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে অভিযান চালিয়ে মাদক বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।

প্রথমে একটি ট্রাক আটক করা হয়। চালকের কথায় অসঙ্গতি থাকায় চলে তল্লাশি। ট্রাকের ভিতরে থাকা ব্যাটারিবাক্সের ভিতর থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট। গোয়েন্দারা বলছেন, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা আর ইয়াবা ট্যাবলেটের দামও প্রায় ১২ কোটি টাকার মত ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মাদক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: Jago Bangla On BJP Inner Clash: বিজেপির অন্দরে ত্রিমুখী লড়াই সামলাতে ব্যর্থ সুকান্ত-শুভেন্দু! দিলীপ-ক্যারিশ্মার ‘প্রশংসায়’ জাগো বাংলা

আরও পড়ুন: Municipality Election Security Meeting: দুয়ারে চার পুরসভার নির্বাচন, নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে কমিশন