Indian Railway: পুজোয় মাতছে বাংলা, মেট্রোর পর এবার নতুন সাজে সেজে উঠছে রেল, আম-আদমির সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা

Indian Railway: রেলের ট্র্যাক থেকে ১০-২০ মিটারের মধ্যে যে সমস্ত প্যান্ডেল থাকবে, সেসব জায়গায় মোতায়েন থাকবে স্পেশ্যাল RPF। একইসঙ্গে শিয়ালদহ, দমদম, কলকাতা স্টেশনের মত ব্যস্ততম স্টেশনে থাকছে সাহায্যকারী বুথ।

Indian Railway: পুজোয় মাতছে বাংলা, মেট্রোর পর এবার নতুন সাজে সেজে উঠছে রেল, আম-আদমির সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 9:20 PM

কলকাতা: হাতে আর মেরে কেটে ২০টা দিন। ইতিমধ্যেই পুজোর সাজে সেজে উঠছে কলকাতা। চলছে কেনাকাটা। উৎসব প্রেমী বাঙালির কথা মাথায় রেখে ইতিমধ্যেই সপ্তাহান্তে চলছে অতিরিক্ত মেট্রো। এবার বড় উদ্যোগ পূর্ব রেলেরও। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। ঠিক হয়েছে পুজোয় সব গ্যালোপিং ট্রেনই থামবে সমস্ত স্টেশনে। এই ছবি দেখা যাবে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে পূর্ব রেল। 

রেলের ট্র্যাক থেকে ১০-২০ মিটারের মধ্যে যে সমস্ত প্যান্ডেল থাকবে, সেসব জায়গায় মোতায়েন থাকবে স্পেশ্যাল RPF। একইসঙ্গে শিয়ালদহ, দমদম, কলকাতা স্টেশনের মত ব্যস্ততম স্টেশনে থাকছে সাহায্যকারী বুথ। থাকবে বিভিন্ন গুরুত্বপুর্ণ নম্বর। যে কোনও সমস্যায় মানুষ মানুষ সেগুলিতে ফোন করে পেতে পারবেন সাহায্য। 

অন্যদিকে কোনওরকম দুর্ঘটনা এড়াতেও তৎপর রেল। জোর দেওয়া হচ্ছে নজরদারিতে। ব্যস্ততম লেভেল ক্রসিংয়ে থাকবে RPF। সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ট্রলি মুভমেন্ট বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনে। একইসঙ্গে শিয়ালদহে অতিরিক্ত ৫ টি টিকিট কাউন্টারও থাকছে। এরমধ্যে ৪টি থাকছে শিয়ালদহ মেন এবং একটি থাকছে শিয়ালদহ সাউথ সেকশনে। এছাড়াও বেশ কিছু সাবধানী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফে।