Lok Sabha Election: চলবে না আর ট্যাঁ-ফোঁ, বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক আনছে কমিশন

Lok Sabha Election: এর আগে রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় অশান্তি ও গোলমালের বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবার তাই আগে ভাগে বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার অনেক আগে থেকেই বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করে ফেলেছে কমিশন। এবার আগামী ১ এপ্রিলের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Lok Sabha Election: চলবে না আর ট্যাঁ-ফোঁ, বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক আনছে কমিশন
নির্বাচন কমিশনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 9:47 PM

কলকাতা: লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর নির্বাচন কমিশনের। বাংলায় নিয়ে আসা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সাধারণভাবে, ভোটের সময় এভাবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন, তবে নির্বাচনের এতটা আগে থাকতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ হয় না। তবে এবার লোকসভা ভোট শুরুর আগে থেকেই বাংলার আইন-শৃঙ্খলা ব্যবস্থার উপর বাড়তি জোর দিতে চাইছে কমিশন। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই কারণেই ভোট পর্ব শুরুর এতদিন আগে থেকেই বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। একেবারে চণ্ডীগঢ় থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে এই প্রাক্তন পুলিশ কর্তাকে।

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে আয়-ব্যয় পর্যবেক্ষক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। বাংলার জন্য আগেই তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দফায় ১৯ এপ্রিল বাংলায় তিনটি আসনে ভোট রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই তিনটি জায়গার জন্য তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কোচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদনমোহন মীণা ও আলিপুরদুয়ারের জন্য শালম কে দুর্গেশ যাদবকে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় অশান্তি ও গোলমালের বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবার তাই আগে ভাগে বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার অনেক আগে থেকেই বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করে ফেলেছে কমিশন। এবার আগামী ১ এপ্রিলের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।