Fire: সাতসকালে গিরিশ পার্কে বাড়ির মধ্যেই বিস্ফোরণ, ঝলসে গেলেন ২ মহিলা

Kolkata Fire: দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গিয়েছে, ওই বাড়ির দুই মহিলা গুরুতর জখম হয়েছেন অগ্নিকাণ্ডে। তাঁদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Fire: সাতসকালে গিরিশ পার্কে বাড়ির মধ্যেই বিস্ফোরণ, ঝলসে গেলেন ২ মহিলা
এই ঘরেই আগুন লাগে।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2024 | 12:25 PM

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোতলা বাড়ির উপরের চিলেকোটা ঘর। অগ্নিকাণ্ডে জখম হয়েছেন দুই মহিলা। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস লিক করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, এ দিন সকালে কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, রান্না করার সময় গ্যাস লিক করেই এই অগ্নিকাণ্ড ঘটে। ঘরের মধ্যে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায়, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। আশপাশের সবকটি বাড়ি থেকে সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয়। এমনকী, বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।

ভষ্মীভূত ঘর।

দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গিয়েছে, ওই বাড়ির দুই মহিলা গুরুতর জখম হয়েছেন অগ্নিকাণ্ডে। তাঁদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দমকলের আধিকারিকরা জানিয়েছেন, ওই ঘরটি সম্পূর্ণ মাটির ছিল। অগ্নিকাণ্ডের জেরে সেটি ভেঙে পড়েছে। ঘরের ভিতরে থাকা যাবতীয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর তারক চট্টোপাধ্যায় এবং শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। তারা গিয়ে দমকলের কাজকর্ম খতিয়ে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের কর্মী – আধিকারিকরা।