Car Parking: কলকাতায় যত্রতত্র গাড়ি পার্ক করলেই পড়তে হবে বিপদে, কড়া ব্যবস্থা নেবে পুরনিগম
Firhad Hakim: এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম এলাকা ধরে ধরে জানিয়ে দেন, কলকাতা শহরের কোন কোন জায়গায় এই সমস্যা সবথেকে বেশি।
কলকাতা: কলকাতা শহরে পার্কিং (Car Parking) সমস্যা একটি বড় ইস্যু। রাস্তার ধারে যেখানে সেখানে বেআইনিভাবে পার্কিং করার দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায়। কোথাও কোথাও ডবল লাইন করেও পার্কিং করা হচ্ছে। এমন অবস্থায় সমস্যায় পড়তে হচ্ছে অন্যান্য মানুষজনকে। এমনকী অনেকক্ষেত্রে অ্যাম্বুলেন্সও বেরোতে পারছে না রাস্তা দিয়ে। এমন অভিযোগের কথা পৌঁছেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কানেও। আর অভিযোগ পাওয়া মাত্রই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন কলকাতার মহানাগরিক। ফিরহাদ বলেন, পুরনিগমকে বলেছি গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। অনেকদিন গাড়ি পড়ে থাকে। তলায় নোংরা জমে। আগে শুধু থানার সামনে এমন পড়়ে থাকত। এখন অনেক রাস্তাতেই এভাবে পড়়ে থাকে। কখনও চার-পাঁচ দিন, কোথাও আবার আরও বেশি দিন।”
এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম এলাকা ধরে ধরে জানিয়ে দেন, কলকাতা শহরের কোন কোন জায়গায় এই সমস্যা সবথেকে বেশি। ভবানীপুর, আলিপুর ও খিদিরপুর এলাকার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এই সমস্যা দূর করতে এবার কোথাও এভাবে গাড়ি বেআইনিভাবে পার্কিং করে রাখতে দেখলে ‘কার টোয়িং’ (গাড়ি তুলে নিয়ে যাওয়া) শুরু করা হবে বলেও জানান তিনি।
এর পাশাপাশি শহর কলকাতায় বায়ুদূষণের মাত্রা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। নিজেই জানালেন, কলকাতায় বায়ু দূষণ বিপজ্জনক অবস্থায় থাকছে। তবে যেহেতু বৃষ্টি হয়, তাই কলকাতা শহর অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। কিন্তু বাতাসের গুণগত মান খারাপ হলে চলবে না, সেই বিষয়েও সতর্ক করে দেন তিনি। সেই কারণে আগামী দিনে কলকাতা শহরকে আরও বেশি সবুজে ঘিরে ফেলার কথাও বলেন তিনি। আগামী দিনে শহরের ফুটপাথে কিছু দেবদারু গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। কলকাতায় নতুন করে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মার্চ থেকে সেই গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এর পাশাপাশি মেট্রোর পিলারগুলিতে ভার্টিক্যাল গার্ডেনিং করার জন্য মেট্রোকে একটি চিঠিও দিয়েছেন মেয়র।