তেলের সঙ্গে মিশছে জল! তেল কোম্পানিগুলিকে কড়া বার্তা দিলেন ফিরহাদ

পাম্প মালিক ও তেল কোম্পানিগুলির সঙ্গে বৈঠক ছিল আজ। এক মাসের মধ্যে এই সমস্যা মেটাতে নির্দিষ্ট এসওপি তৈরি করার কথা বলেছেন ফিরহাদ হাকিম।

তেলের সঙ্গে মিশছে জল! তেল কোম্পানিগুলিকে কড়া বার্তা দিলেন ফিরহাদ
ছবি ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 4:46 PM

কলকাতা: শহরের বিভিন্ন অংশের মতো পেট্রোল পাম্পগুলিতেও জল জমার ঘটনা নতুন নয়। আর এ ক্ষেত্রে অনেক সময়ই পরিষেবায় নানা ধরনের অসুবিধা দেখা যায়। তেলের সঙ্গে জল মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবেই গ্রাহকদের অসুবিধায় পড়তে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখে এবার তেল কোম্পানিগুর সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এই সমস্যা মেটাতে আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।

পেট্রোল পাম্পে যাতে জল না জমে এবং সেই জল যাতে গ্রাহকদের তেলের সঙ্গে বিক্রি করা না হয়, সে জন্যই এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। বুধবার রাজ্য পরিবহণ দফতরের তেল কোম্পানি এবং পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তেল কোম্পানিগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে। মূলত পেট্রোল পাম্প গুলিতে যাতে জল না জমে সে কারণেই এই নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে এ দিনের বৈঠক প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, পেট্রোল পাম্প গুলিতে জল জমা রুখতে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত তেল কোম্পানিকে সেই সমীক্ষা করতে হবে। রাজ্যের সব পেট্রোল পাম্পে এই সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন তিনি। পাম্পগুলি লিকেজ ফ্রি আছে কি না সমীক্ষা করে দেখা হবে সংস্থার তরফে। এই সমীক্ষা শেষ হওয়ার পর ইথানল মেশানোর যে নিয়ম রয়েছে তা প্রয়োগ করতে পারবে তেল কোম্পানিগুলো।

পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের তরফ থেকে এ দিনের বৈঠকে জানানো হয়েছে যে, ইথানল মেশানোর ফলে পেট্রোল পাম্পগুলিতে জল জমছে। অনেক সময় সেই জল গ্রাহকদের গাড়িতে চলে যাচ্ছে তেল দেওয়ার সময়। এতে একদিকে যেমন গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাম্প মালিকরাও। এতে গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। এই কারণে গত মাসে ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকেরা। যদিও পরবর্তীতে ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় মাঝপথে সেই ধর্মঘট থেকে সরে আসেন পাম্প মালিকরা।

শুধু পেট্রোল পাম্প মালিকদেরই নয়, গ্রাহক অর্থাৎ যারা গাড়ি ব্যবহার করেন তাঁদেরকেও সতর্ক করার কথা বলা হয়েছে এ দিন। শুধু পাম্পের ক্ষেত্রে নয়, গাড়িতে যাতে জল না জমে জমে তার জন্য গাড়ির তেলের ট্যাঙ্কও মাঝেমধ্যে পরিস্কার করতে হয়। সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার কথাও এ দিন বলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে এই দিনের বৈঠকে তেল দেওয়ার ক্ষেত্রে ফ্লো মিটার এর ব্যবহার করার কথা বলা হয়েছে। তেলের পরিমাণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। জানানো হয়েছে, সচেনতা বাড়ানোর জন্য পোস্টার লাগানো হবে রাজ্যের সব পেট্রোল পাম্পে। আরও পড়ুন: ডায়ারিয়ায় মৃতের সংখ্যা বেড়ে তিন, বাড়ছে আক্রান্তের সংখ্যা, বেড না পেয়ে ফিরছেন অনেকে