AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ১৭ কোটি! যাত্রী সংখ্যায় তো সুনামি…

Kolkata Metro: ১৯৮৪ সালে কলকাতা মেট্রোর পথ চলা শুরু। দেশের প্রাচীনতম মেট্রো করিডর হিসাবে গণ্য করা হয় কলকাতা মেট্রোকে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো ১৭.৬৯ কোটি যাত্রীকে পরিষেবা দিয়েছে। ২০২২ সালে যত সংখ্যক যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন, এ বছর তার তুলনায় ১৪.৯৩ শতাংশ বেশি মানুষ মেট্রোয় চড়েছেন।

Kolkata Metro: কলকাতা মেট্রোয় ১৭ কোটি! যাত্রী সংখ্যায় তো সুনামি...
কলকাতা মেট্রো। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 10:30 AM
Share

কলকাতা: কলকাতা মেট্রোয় ১৭ কোটি মানুষ যাতায়াত করেছেন এক বছরে। এক পরিসংখ্যান তুলে ধরে এ কথা জানিয়েছেন মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। অফিস ডে থেকে উৎসবের দিন, মেট্রো যেন লাইফ লাইন। ট্রাফিক জ্যাম নেই, একবার মেট্রোয় চড়ে বসলে মুহূর্তে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে যাওয়া। তাই সাধারণ মানুষের মেট্রো নির্ভরশীলতা বাড়ছে।

গত কয়েক বছরে একাধিক রুটে ছুটছে কলকাতা মেট্রো। উত্তর, মধ্য কিংবা দক্ষিণ কলকাতা তো বটেই, সল্টলেক-শিয়ালদহ পর্যন্ত জুড়ে দিয়েছে এই রেলগাড়ি। এক সময় মেট্রো মানেই ধরা হতো পাতাল রেল। তবে এখন শুধু পাতাল পথেই নয়, মেট্রো ছোটে মাটির উপর দিয়েও।

১৯৮৪ সালে কলকাতা মেট্রোর পথ চলা শুরু। দেশের প্রাচীনতম মেট্রো করিডর হিসাবে গণ্য করা হয় কলকাতা মেট্রোকে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো ১৭.৬৯ কোটি যাত্রীকে পরিষেবা দিয়েছে। ২০২২ সালে যত সংখ্যক যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন, এ বছর তার তুলনায় ১৪.৯৩ শতাংশ বেশি মানুষ মেট্রোয় চড়েছেন।

মেট্রোর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর উত্তর-দক্ষিণ মেট্রো ৩ লাখ ৩৭ হাজার ২৮৭ জন যাত্রী নিয়ে ছুটেছে। সবথেকে বেশি যাত্রী গণনা হয়েছে এসপ্লানেড (২৭১৬৪), রবীন্দ্র সদনে (২৬৩৭৪)।