G-20 in Kolkata: রাত পোহালেই কলকাতায় বসছে জি-২০ বৈঠক, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও
G 20 Meet in Kolkata: আগামিকাল জিপিএফআই-এর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসার সম্ভাবনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা।
কলকাতা: রাত পোহালেই কলকাতায় শুরু হচ্ছে জি-২০ বৈঠক (G 20 Meet in Kolkata)। ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি, তিন দিন ধরে চলবে জি-২০ বৈঠক। জি-২০’র মূলত দুটি ভাগ। একটি ফিনান্স ট্র্যাক এবং অন্যটি শেরপা ট্র্যাক। ফিনান্স ট্র্যাকের মধ্যে একটি হল জিপিএফআই। সেই জিপিএফআইয়ের বৈঠক রয়েছে কলকাতায়। দেশ-বিদেশের প্রতিনিধিরা আসছেন শহরে। তার আগে জি-২০ বৈঠকের প্রস্তুতি নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা চঞ্চল সরকার। প্রান্তিক মানুষদের ও প্রান্তিক স্তরের ব্যবসায়ীদের প্রথাগত ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসার বিষয় নিয়ে আলোচনা হবে আগামী তিনদিনের বৈঠকে। পাশাপাশি ডিজিটাল আর্থিক সংযুক্তিকরণ কীভাবে গোটা দেশে তথা বিশ্বজুড়ে বাড়ানো যায়, সেই নিয়েও আলোচনা হবে। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন বক্তা আসছেন। আগামিকাল জিপিএফআই-এর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
চঞ্চল সরকার জানান, আধার কার্ড, ইউপিআই পেমেন্ট ব্যবস্থা, গ্রামীণ এলাকায় নাবার্ডের উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে ভারত কীভাবে এগিয়ে রয়েছে, সেই বিষয়গুলি তুলে ধরা হবে বিদেশি প্রতিনিধিদের কাছে। পাশাপাশি প্রায় দুই হাজার পড়ুয়াদের নিয়ে ডিজিটাল লিটারেসি নিয়েও একটি কর্মসূচি রাখা হচ্ছে। ডিজিটাইজেশন একদিকে যেমন সাধারণ মানুষকে সাহায্য করে, তেমনই এর যে ঝুঁকির দিকগুলি রয়েছে, সেগুলি যাতে পড়ুয়াদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন এই জি-২০ বৈঠকের জন্য কলকাতাকে বেছে নেওয়া হল কেন্দ্রের তরফে? এদিনের সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নেরও উত্তর দেন অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা। বললেন, “যখন এটি ভারতে আয়োজনের বিষয়টি স্থির হল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন যাতে এই বৈঠক কেবল দিল্লির মধ্যেই সীমিত না থাকে। জি-২০ যাতে দেশব্যাপী হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নীতি অনুযায়ী, ৪০টিরও বেশি শহরকে বেছে নেওয়া হয়েছে এই জি-২০ বৈঠকের জন্য।”
কলকাতায় জি-২০ যে বৈঠক হবে, সেটি মূলত আর্থিক ক্ষেত্রগুলি নিয়ে। দেশের অর্থনৈতিক রাজধানী বলতে মুম্বইকেই বোঝানো হয়। সেক্ষেত্রে মুম্বইয়ের বদলে কেন কলকাতা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জি-২০-র এই ফিনান্স ট্র্যাকের চারটি বৈঠক হবে ভারতের প্রেসিডেন্সি থাকাকালীন। প্রথমটি হচ্ছে কলকাতায়। পরেরটি হবে হায়দরাবাদে। সম্ভবত একটি বৈঠক মুম্বইতেই রয়েছে। সেই মতোই সাজানো হয়েছে।”