Fire in Kolkata: ডালহৌসির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাত সাড়ে ৮টা নাগাদ ডালহৌসি ক্রসিংয়ের কাছে ম্যাঙ্গো লেনে একটি বহুতলের তৃতীয় তলে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন।

Fire in Kolkata: ডালহৌসির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বহুতল থেকে বাসিন্দাদের উদ্ধার করছে দমকলবাহিনী। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 10:49 PM

কলকাতা: শীতের রাতে অগ্নিকাণ্ড শহরে। রবিবার রাতে মধ্য কলকাতার ডালহৌসি ক্রসিংয়ের কাছে একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিকভাবে দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ ডালহৌসি ক্রসিংয়ের কাছে ম্যাঙ্গো লেনে একটি বহুতলের তৃতীয় তলে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বহুতলটি পাঁচতল বিশিষ্ট। রাত সাড়ে ৮টা নাগাদ বহুতলের তৃতীয় তলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ ও দমকলের ৩টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি বহুতলের বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। শীতের রাতে এভাবে ঘর থেকে বেরোতে কার্যত নাজেহাল অবস্থা হয় বৃদ্ধ-বৃদ্ধাদের। এদিকে, উত্তুরে হাওয়ার দাপটে আগুনের লেলিহান শিখা ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ফলে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারপর দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনীর তরফে জানানো হয়, বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বহুতলটিতে আগুন লাগার পর দমকল বাহিনী এসেই মিটার বক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন তাঁরা। বর্তমানে বহুতলটিতে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেই সংযোগ দেবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।