Governor: ভোট মিটতেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়

Governor: গত মে মাসেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নৃত্যশিল্পী। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল । নির্যাতিতার বয়ান অনুযায়ী,  কয়েক মাস আগে এক নামী সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি।

Governor:  ভোট মিটতেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়
সি ভি আনন্দ বোস, রাজ্যপালImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2024 | 1:49 PM

কলকাতা: নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাম জড়াল রাজ্যপালের ভাইপোর। হেয়ার স্ট্রিট থানায় জিরো এফআইআর-এ রাজ্যপালের ভাইপোর নাম। জিরো এফআইআর-এর কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভাইপোই দিল্লিতে হোটেল বুক করেছিলেন। উল্লেখ্য, দুদিন আগেই রাজ্যপাল এক্স হ্যান্ডেলে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে ‘পুলিশি বাধা’ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। তিনি রাজভবনে কর্তব্যরত পুলিশ কর্মীদের পরিবর্তনের দাবি তুলেছেন। তার ঠিক দুদিন পরই রাজ্যপালের ভাইপোর নামে জিরো এফআইআর হেয়ার স্ট্রিট থানায়।

প্রসঙ্গত, গত মে মাসেই রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নৃত্যশিল্পী। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল । নির্যাতিতার বয়ান অনুযায়ী,  কয়েক মাস আগে এক নামী সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে তাঁর আলাপ-কথাবার্তা হতে থাকে। নিজের ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন। তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে পরিচয় করে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন।  নির্যাতিতার অভিযোগ, দিল্লির হোটেলেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন।

এর মধ্যে লোকসভা নির্বাচন ছিল। নির্বাচন পরবর্তী বাংলায় হিংসার অভিযোগ উঠছে একাধিক। এর মধ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। কিন্তু পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। সেই বিষয়টি নিয়ে সরব হন রাজ্যপাল। আর তার দুদিনের মধ্যেই রাজ্যপালের ভাইপোর নামেও জিরো এফআইআর।