Governor C V Ananda Boase: গোপন কথা রবে গোপনে! বোস বললেন, ‘মুখ্যমন্ত্রীকে চিন্তায় ফেলতে চাই না’
C V Ananda Bose: তবে মুখ্যমন্ত্রীকে 'চিন্তার' মধ্যে না ফেলতে চাইলেও তাঁকে খানিকটা খোঁচা মেরেই সাংবিধানিক প্রধান জানিয়েছেন, তিনি চিঠি পাঠিয়েছিলেন কারণ কয়েকটি বিষয় সম্পর্কে তাঁর কিছু জানার ছিল। সঙ্গে এও বললেন, এখন এই চিঠির বিষয়ে তিনি আলোচনা চান না। কারণ মুখ্যমন্ত্রী ব্যস্ত বিদেশ যাত্রার জন্য।
কলকাতা: শনিবার মধ্যরাতে দিল্লি ও নবান্নে খামবন্দি চিঠি পাঠান রাজ্যপাল। চিঠিতে কী রয়েছে? তা যদিও এখনও স্পষ্ট করেননি তিনি। এ দিকে, খামবন্দি সেই চিঠি নিয়ে দানা বেধেছে রহস্য। ঠিক কী ‘অ্যাকশন’ বোসের? দিল্লিকেই বা কী জানালেন তিনি? সে বিষয়টিও স্পষ্ট করেননি। তবে সোমবার সাংবাদিকদের সামনে চিঠির বিষয়বস্তু আরও রহস্য বাড়ালেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বললেন, “গোপন কথা গোপনই থাকুক।” সঙ্গে এও বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের আগে তাঁকে চিন্তার মধ্যে ফেলতে চান না। তাঁর ফেরার পর এই বিষয়ে আলোচনা করবেন।
তবে মুখ্যমন্ত্রীকে ‘চিন্তার’ মধ্যে না ফেলতে চাইলেও তাঁকে খানিকটা খোঁচা মেরেই সাংবিধানিক প্রধান জানিয়েছেন, তিনি চিঠি পাঠিয়েছিলেন কারণ কয়েকটি বিষয় সম্পর্কে তাঁর কিছু জানার ছিল। সঙ্গে এও বললেন, এখন এই চিঠির বিষয়ে তিনি আলোচনা চান না। কারণ মুখ্যমন্ত্রী ব্যস্ত বিদেশ যাত্রার জন্য। তাই লাগেজের পাশাপাশি অতিরিক্ত আর কোনও বাড়তি বোঝা তিনি চাপিয়ে দিতে চান না।
আগামিকাল (১২ সেপ্টেম্বর) স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ টানতেই সেখানে যাচ্ছেন তিনি। রাজ্যপালের কথা অনুযায়ী, বিদেশ সফরের আগে কিছু প্রস্তুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে আবার ‘রহস্যময়’ এই চিঠি! এখন আলোচনা হলে চিন্তায় পড়তে হতে পারে তাঁকে সেই কারণেই তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
চিঠি বিতর্ক কখন থেকে?
প্রসঙ্গত, সাম্প্রতিককালে শিক্ষা-সংঘাতে বারবরই বাগযুদ্ধে জড়িয়েছেন বোস-ব্রাত্য। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার সিভি আনন্দ বোসের কার্যকলাপ নিয়ে সমালোচনা করে তাঁকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর পাল্টা উত্তর দেয় রাজভবন। টুইটে লেখা হয়, ‘কী হয় তা দেখার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন।’ যেমন কথা ঠিক তেমন কাজ! শনিবার রাত বারোটা বাজার আগেই মুখবন্ধ খামে রহস্যময় চিঠি চলে যায় ‘দিদি-মোদীর’ কাছে।