যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে প্রেসিডেন্সিতে এসএফআই-র সঙ্গে তরজা আইসি-র

রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে কালেক্টিভের আঁতাতের অভিযোগও তোলা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই-এর তরফে। এ নিয়ে আপত্তি জানায় আইসি।

যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে প্রেসিডেন্সিতে এসএফআই-র সঙ্গে তরজা আইসি-র
প্রেসিডেন্সিতে পোস্টার নিয়ে বচসা।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 12:04 AM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর আঁচ পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরে পড়ুয়া মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি করে পোস্টার পড়ে প্রেসিডেন্সিতে। এসএফআই-এর তরফে সেই সব পোস্টারে আক্রমণ করা হয় প্রেসিডেন্সির স্বাধীন ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন বা আইসি-কে। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনার পর থেকেই অনেক পক্ষই কাঠগড়ায় দাঁড় করিয়েছে কালেক্টিভকে। আইসি-র মুখোশে কালেক্টিভ রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকি রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে কালেক্টিভের আঁতাতের অভিযোগও তোলা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই-এর তরফে। এ নিয়ে আপত্তি জানায় আইসি। এসএফআই-এর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের নেতৃত্বে এক দল আইসি সমর্থক বুধবার প্রেসিডেন্সিতে এসে তাদের লেখা পোস্টার ছেঁড়ে। মারধরের হুমকি দেয় বলেও অভিযোগ। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও হয়।

এ বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যরা বলেছেন, “প্রেসিডেন্সির এসএফআই কর্মীরা পোস্টার লাগিয়েছিল। যত বেলা বাড়তে থাকে, বিশ্ববিদ্যালয়ের আইসি-র কর্মী, যাঁরা মুখোশের আড়ালে কালেক্টিভকে জায়গা করে দিচ্ছে তাঁরা এসে পোস্টার ছেঁড়ে। পোস্টারের উপর নতুন করে কাগজ সাঁটায়। যাদবপুরের ঘটনা নিয়ে এসএফআই যখন বিরোধিতা করছে, তখন তাঁরা কেন চুপ আছে, সেই প্রশ্নও করা হয়। প্রাক্তনীদের নেতৃত্বে ওরা হামলা করে। পোস্টার ছেঁড়া, মেয়েদের হুমকি দেওয়া, কালি ছোড়া, গালিগালাজ করতে থাকে।”

প্রেসিডেন্সির এই ঘটনা নিয়ে আইসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাদবপুরের র‍্যাগিংয়ের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত এসএফআই। তাঁদের সমর্থকদের খুনি বলে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ আইসি-র।