Saayoni Ghosh: একশোবার ডাকলে একশোবার যাব, যারা চোর তারা পালাবে: সায়নী ঘোষ
Saayoni Ghosh: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পরও দল যে তাঁর সঙ্গে এখনও আছে তা আরও একবার মনে করিয়ে দেন সায়নী। তাঁর মুখে শোনা গেল লড়াইয়ের কথা।
কলকাতা: শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময়েও বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। প্রায় ১১ ঘণ্টার ইডি জেরা সামলে রাতে সিজিও থেকে বেরোনোর সময়েও মুখে মেলায়নি হাসি। সাফ বলেছিলেন, আবার ডাকবে ইডি। আসবেন তিনি। তদন্তেও পুরোদমে সাহায্য করছেন। শনিবার সকালেও ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই বললেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তবে ইডি তাঁর থেকে ঠিক কী কী জানতে চেয়েছে তা জানতে চাওয়া হলে এড়িয়ে যান। বলেন, তদন্ত চলছে। সত্যি ঠিক বেরিয়ে আসবে।
একইসঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পরও দল যে তাঁর সঙ্গে এখনও আছে তা আরও একবার মনে করিয়ে দেন। শোনা গেল লড়াইয়ের কথা। সাফ বললেন, আমি নিজের লড়াইটা নিজে করতে জানি। বললেন, “আমাকে ৫ তারিখ, ২৫ তারিখ, যেদিনই ডাকুক যাব। একশোবার ডাকলে একশোবার যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ তদন্ত। এটার সঙ্গে লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত। আমাকে যদি তদন্তের স্বার্থে যেতে হয় তাহলে আমি সহযোগিতা করব। আমাকে ৫ তারিখে ডেকেছে। যদি আরও ৫ বার ডাকে তাহলে আরও ৫ বার যাব।” তাঁর সাফ কথা, “যারা চোর, লুকিয়ে আছে তারা পালাবে। আমি কেন পালিয়ে যাব?”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে সায়নীর নাম। তাঁর সঙ্গে সায়নীর আর্থিক লেনদেন নিয়েও শোনা গিয়েছে নানা জল্পনা। সূত্রের খবর, বর্তমানে সায়নী-কুন্তলের একাধিক চ্যাটকে হাতিয়ার করেই এগোতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি সায়নীর থেকে তাঁর ব্যাঙ্ক, আয়কর, সম্পত্তি সহ একাধিক তথ্য চেয়েছে ইডি। কিছু তথ্য ইতিমধ্যেই ইডিকে দিয়েছেন সায়নী। শুক্রবার ইডি দফতর থেকে বেরিয়ে নিজেই বলেছিলেন সে কথা।