Durga Puja Carnival: মমতার লেখা গানেই কার্নিভালের উদ্বোধনী নৃত্যানুষ্ঠান

Mamata Banerjee: জাঁকজমকে ভরা কার্নিভালের জন্য সেজে উঠতে শুরু করেছে রেড রোড। শুক্রবার রেড রোড চত্বরে দুর্গাপুজোর কার্নিভালে উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই নৃত্যানুষ্ঠানের সঙ্গীতের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

Durga Puja Carnival: মমতার লেখা গানেই কার্নিভালের উদ্বোধনী নৃত্যানুষ্ঠান
দুর্গাপুজোর কার্নিভাল (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 10:35 PM

কলকাতা: রাত পোহালেই রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। শহর ও শহরতলির বিভিন্ন বড় পুজো কমিটিগুলি অংশ নিচ্ছে এবারের পুজো কার্নিভালে। জাঁকজমকে ভরা এই কার্নিভালের জন্য সেজে উঠতে শুরু করেছে রেড রোড। শুক্রবার রেড রোড চত্বরে দুর্গাপুজোর কার্নিভালে উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই নৃত্যানুষ্ঠানের সঙ্গীতের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কার্নিভালের আগে বৃহস্পতিবার সন্ধেয় রেড রোডে উদ্বোধনী নৃত্যানুষ্ঠানের একপ্রস্থ মহড়াও দিতে দেখা গেল সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে।

উল্লেখ্য, রাজনীতিক ও প্রশাসক হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প-চর্চার কথাও কারও অজানা নয়। বাংলার দায়িত্ব সামলানোর পাশাপাশি কবিতা লেখেন, ছবি আঁকেন, গানও লেখেন। বিগত বেশ কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রীর লেখা গানের অ্যালবাম প্রকাশ পেয়ে আসছে দুর্গাপুজোর মরশুমে। কলকাতার দুর্গাপুজোর অন্যতম বড় একটি পুজো কমিটি হল সুরুচি সংঘ। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সুরুচির এবারের থিম সং-ও লিখেছেন ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থিম সং-এর জন্য এবার বিশ্ব বাংলা শারদ সম্মানে সেরা থিম সং-এর পুরস্কারও জিতে নিয়েছে সুরুচি সংঘ।

আর এবার মুখ্যমন্ত্রীর লেখা গানের আরও এক ঝলক দেখা যাবে আগামিকাল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। শুক্রবারের মেগা কার্নিভালের উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে যে সঙ্গীত পরিবেশিত হবে, সেটির কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

আগামিকালের কার্নিভালের জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে রেড রোড চত্বর। দু’টি বিশেষ মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং অন্যটিতে থাকবেন বাকি আমন্ত্রিত অতিথিরা। দুর্গাপুজোর কার্নিভালের জন্য বৃহস্পতিবার রাত থেকেই রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে।