Kolkata: টালার পর পুজোর মুখে উদ্বোধন হল এই ব্রিজের, উপকৃত হবেন শহরের কোন অংশের মানুষ?

Kolkata: দমদমের তৃণমূল সাংসদ সাংসদ সৌগত রায়ের হাত ধরেই এদিন উদ্বোধন হয়ে গেল সল্টলেকের এই ব্রিজটির।

Kolkata: টালার পর পুজোর মুখে উদ্বোধন হল এই ব্রিজের, উপকৃত হবেন শহরের কোন অংশের মানুষ?
ছবি - এই ব্রিজেরই উদ্বোধন হল
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 7:19 PM

কলকাতা: টালা ব্রিজের (Tala Bridge) উদ্বোধন নিয়ে চলছিল চাপানউতর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষে পুজোর মুখে খুলে গিয়েছে এই সেতু। এবার খুলে গেল আরও এক ব্রিজ। প্রসঙ্গত, রাজারহাটবাসীকে (Rajarhat) বিভিন্ন কাজের জন্য সল্টলেকে (Salt Lake) আসতে হয়। সল্টলেকে আসতে তাঁদের ঘুরতে হত কয়েক কিলোমিটারের পথ। গন্তব্যে পৌঁছাতে লেগে যেত দীর্ঘ সময়। রাজারহাট ও সল্টলেককে জুড়তে ব্রিজের কাজ হচ্ছিল দীর্ঘদিন থেকে। কিছুদিন আগেই শেষ হয়েছিল সেই কাজ। অবশেষে উদ্বোধন হল সল্টলেক ও কৃষ্ণপুরের সংযোগকারী এই ব্রিজ। নয়া ব্রিজের উদ্বোধনের ফলে সল্টলেক ‘এজে’ ‘একে’ ব্লক এবং কেষ্টপুরের মধ্যে যাতায়াত আরও সুগম হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

দমদমের তৃণমূল সাংসদ সাংসদ সৌগত রায়ের হাত ধরেই এদিন উদ্বোধন হয়ে গেল এই ব্রিজটির। তবে তিনি ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, সেচ ও জলপথ দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল, মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় জানান, বহুদিন ধরে মানুষ এই ব্রিজটির অপেক্ষায় ছিল। এখন যাতায়াত শুরু হলে বহু মানুষের উপকার হবে। একইসঙ্গে সল্টলেক, কেষ্টপুর, বাগুইআটি সহ সংলগ্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলেও মনে করছেন তিনি। একইসঙ্গে এদিন সল্টলেক ও কেষ্টপুরের এই ব্রিজে অটো রুট বা বাস রুট চালু করার জন্য দমকল মন্ত্রী সুজিত বসুকেও অনুরোধ করেন তিনি। অন্যদিকে এদিন আমির খানের গ্রেফতারি নিয়ে বলতে গিয়ে সৌগত রায় বলেন, “কলকাতা পুলিশ দক্ষ। আমরা তো গ্রেফতার করছি। বাগুইআটি কাণ্ডে সিআইডি করেছে। এটা কলকাতা পুলিশ করল। ঠিকই আছে।”