Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique: কার ‘মুরোদ’ কত দূর? নাম না করে সেলিমকে বুঝিয়ে দিলেন নওশাদ

Nawsad Siddique: ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটে নওশাদের প্রার্থী হওয়া নিয়ে বিস্তর চর্চা চলছে। তবে শেষ পর্যন্ত ভোটে দাঁড়াননি তিনি। আর এরপরই বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে। নাম না করে 'মুরোদ' নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার তার জবাব দিলেন নওশাদ।

Nawsad Siddique: কার 'মুরোদ' কত দূর? নাম না করে সেলিমকে বুঝিয়ে দিলেন নওশাদ
নওশাদ সিদ্দিকী ও মহম্মদ সেলিমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 5:07 PM

কলকাতা: দফায় দফায় বৈঠক, আলোচনার পরও বামেদের আসন সমঝোতা হয়নি। নিজের নিজের মতো করে লড়ছে আইএসএফ। যে ডায়মন্ড হারবার নিয়ে এত চর্চা, সেই ডায়মন্ড হারবার থেকেও ভোটে লড়ছেন না আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এসবের মধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নাম না করে প্রশ্ন তুলে দিয়েছিলেন নওশাদের ‘মুরোদ’ নিয়ে। এবার তার জবাব দিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসফ চেয়ারম্যান। নওশাদের সোজা সাপ্টা বক্তব্য, তিনি সিপিএমের হোলটাইমার নন। তিনি নিজের দলের গাইডলাইন অনুযায়ীই চলছেন। একইসঙ্গে নাম না করে সেলিমের উদ্দেশে নওশাদের পাল্টা প্রশ্ন, কেন ডায়মন্ড হারবারের বদলে তিনি মুর্শিদাবাদ বেছে নিলেন ভোটে দাঁড়ানোর জন্য।

উল্লেখ্য, নওশাদ ডায়মন্ড হারবার থেকে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই নাম না করে নিশানা করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। কটাক্ষের সুরে সেলিম বলেছিলেন, ‘আমি তো লড়াইয়ের ময়দানে আছি। সবার মুরোদ হয় না লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার।’ সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন প্রশ্ন করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। প্রশ্ন শুনে প্রথমেই সেলিমের ব্যবহার করা শব্দবন্ধ নিয়ে আপত্তি তোলেন নওশাদ। বললেন, ‘আমি এই ধরনের শব্দ কোনওদিন রাজনীতিতে ব্যবহার করিনি। ওই শব্দটা টেনেই বলছি, আমি তো সিপিএমের হোলটাইমার নই। আমি আমার পার্টির গাইডলাইনের বাইরে যেতে পারি না।’

নওশাদের স্পষ্ট কথা, তাঁর দল আইএসএফ বামফ্রন্টের শরিক নয়। সেক্ষেত্রে সিপিএম বা বামফ্রন্ট কী বলছে, তাতে গুরুত্ব দিতে একেবারেই নারাজ তিনি। উল্টে নাম না করে সেলিমের দিকেই প্রশ্ন তুলে দিলেন, মুর্শিদাবাদ আসন থেকে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে। বললেন, ‘আমার পার্টি বামফ্রন্টের মধ্যে নেই, যে চোখ রাঙিয়ে বলবে… এটা করো, সেটা করো। তাহলে ওঁরা মুর্শিদাবাদ ছেড়ে ডায়মন্ড হারবারে গিয়ে দাঁড়াক না। তাঁদের আরও বড় বড় নেতা-নেত্রী আছে। তাঁদের দাঁড় করাক না। মীনাক্ষীদি আছেন, ওঁরা তো সিপিএমের হোলটাইমার, আমি তো নই। আমি কী করব, না করব, সেটা আমার দল ঠিক করবে।’