AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Padma Setu: কলকাতা থেকে ঢাকা বাসে লাগবে মাত্র ৮ ঘণ্টা, সৌজন্যে পদ্মা সেতু

West Bengal: জানা গিয়েছে, কলকাতা থেকে ঢাকা পৌঁছতে এবার এই বাস নবনির্মিত পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে।

Padma Setu: কলকাতা থেকে ঢাকা বাসে লাগবে মাত্র ৮ ঘণ্টা, সৌজন্যে পদ্মা সেতু
পদ্মা সেতু
| Edited By: | Updated on: Jun 29, 2022 | 6:22 PM
Share

কলকাতা: করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল কলকাতা থেকে ঢাকা বাস সার্ভিস পরিষেবা। তবে সুখবর ফের সেই পরিষেবা চালু করা হল। বুধবার ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC ও গ্রিন লাইন পরিবহনের যৌথ উদ্যোগে চালু করা হল এই বাস সার্ভিস।

জানা গিয়েছে, কলকাতা থেকে ঢাকা পৌঁছতে এবার এই বাস নবনির্মিত পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে। ফলত কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। সপ্তাহে তিনদিন করে চলবে বাস। যাত্রী বাড়লে বাস আরও বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

এ দিকে, দীর্ঘদিন পর কলকাতা থেকে ঢাকা বাস সার্ভিস চালু হওয়ার কারণে একদিকে যেমন দুই বাংলার মানুষ আরও কাছাকাছি আসার সুযোগ পাবেন অন্যদিকে বহু মানুষ যাঁরা কলকাতা থেকে ঢাকা যান বা ঢাকা থেকে কলকাতা আসেন তাঁরাও উপকৃত হবেন। বাস সার্ভিস চালু হবে বলে এ দিন জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘অনেকদিন বাস সার্ভিস বন্ধ ছিল করোনার কারণে। আজ থেকে চালু হল বাস। ফলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বেড়েছে। গ্রিন লাইন পরিবহণ এই বাস সার্ভিস চালু করছে। এতে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা হবে। আমাদের সুবিধা হবে। আমরা দুই বাংলা আত্মীয়র মতো।’

বস্তুত, ২৫ জুন শনিবার বাংলাদেশ এক অনন্য ইতিহাসের সাক্ষী ছিল। উদ্বোধন হয়েছিল পদ্মা সেতু।১১ বছর ধরে তিল তিল করে তৈরি হওয়া ‘পদ্মা সেতু’-র উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের দীর্ঘতম সেতু নির্মাণ করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে এই সেতুটি তৈরি করতে মোট ১১ বছর সময় লেগেছে। ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। এই সেতুর একতলায় চার লাইনের সড়কপথ ধরে চলবে বাস, গাড়ি সহ আরও যান। অন্যতলায় চলবে ট্রেন। সেতু চালু হওয়ার পর সড়ক ও রেলপথের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু উদ্বোধনের ফলে কলকাতার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার কমবে।