Jadavpur University: র্যাগিং রুখতে সব স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠকে বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
JU Student Death: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক, আধিকারিক ও কর্মচারী প্রত্যেক পক্ষের প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যলায়ের প্রতিটি ছাত্র সংসদকেও। প্রতিটি সংগঠনকে দু'জন করে প্রতিনিধি বৈঠকে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামিকাল দুপুর ১২টায় বৈঠক ডাকা হয়েছে। র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়তে কী কী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে শুক্রবারের বৈঠকে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক, আধিকারিক ও কর্মচারী প্রত্যেক পক্ষের প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যলায়ের প্রতিটি ছাত্র সংসদকেও। প্রতিটি সংগঠনকে দু’জন করে প্রতিনিধি বৈঠকে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। আগামিকালের ওই বৈঠকে পৌরহিত্য করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। র্য়াগিং রুখতে কী কী করণীয়, তা নিয়ে প্রত্যেক পক্ষের পরামর্শ নেওয়া হবে। প্রত্যেক পক্ষকে লিখিতভাবে নিজেদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার। পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। জোরাল হচ্ছে র্যাগিং-এর তত্ত্ব। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ, যদিও পরে ওই পড়ুয়া জামিন পেয়ে যায়।
এরই মধ্যে আগামিকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনায় বসতে চলেছে। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সেই দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার পর থেকেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সব ছাত্র সংগঠনগুলি আলাদা আলাদাভাবে র্যাগিং-এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে। এমন অবস্থায় যাদবপুরের সব স্টেক হোল্ডারদের নিয়ে র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়তে বৈঠক ডাকা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।